স্টাফ রিপোর্টার:
২০০১ সালে এসএসসি ও ২০০৩ সালে এসএসসিতে উত্তীর্ণদের একত্রিত করার প্ল্যাটফরম হিসেবে ‘বন্ধুত্ব দৃঢ় হোক সহযোগিতার বন্ধনে’ স্লোগান নিয়ে “ফ্রেন্ডস অব কুমিল্লা” গ্রুপের যাত্রা শুরু হয় ২০১৮ সালের জুন মাসে ।‘বর্তমানে গ্রুপের সদস্য সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার। গ্রুপের সদস্যদেরকে নিয়ে নিয়মিত গেট টুগেদারের আয়োজন করা হচ্ছে।
তারই ধারাবাহিকতায় শুক্রবার(১৭ জানুয়ারি) সারাদিনব্যাপি কুমিল্লা ফানটাউনের অডিটোরিয়ামে এক মিলনমেলার আয়োজন করা হয়েছে। এতে ঢাকা, চট্টগ্রাম,কুমিল্লা,বরিশালসহ সারা দেশের জেলা ও উপজেলার পর্যায়ের ব্যাচের বন্ধুদের সমাগম হয়।
মিলনমেলায় দুপুরে ভোজের আয়োজন ছিল। এরপর সাংস্কৃতিক প্রোগ্রাম, আলোচনা, র্যা ফেল ড্র এবং ডিজের আয়োজন করা হয়। রাত প্রায় সাড়ে ৮ টায় মিলনমেলার সমাপ্তি ঘটে।
ডিজে চলাকালে ইবনে সিনা, ফরহাদ, অপূর্ব দত্ত, আহমেদ ইমন, শিমুলসহ আরো অনেকে নেচে-গেয়ে সবাইকে মাতিয়ে রাখেন।
গ্রুপের এডমিন ইবনে সিনা বলেন, দেশের এসএসসি-২০০১ ও এইএসসি-২০০৩ ব্যাচের সকল বন্ধুদের একত্রিত করা, বন্ধুদের পাশে দাঁড়ানো এবং বন্ধুরা একত্রিত হয়ে সামাজিক দায়বদ্ধতার কিছু দায়িত্ব পূরণ করার স্বপ্ন নিয়ে এই ফেসবুক গ্রুপটির যাত্রা। খুব শিগগির এই ব্যাচের চিকিৎসক বন্ধুদের নিয়ে ঢাকাসহ সারা দেশব্যাপী পর্যায়ক্রমে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প করার প্রস্তুতি চলছে। তাছাড়া অন্যান্য সেবামূলক কাজের পরিকল্পনাও প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
এই গেট টুগেদারে এডমিন ইবনে সিনা, ডা: রিয়াজ, মামুন, সুমন, আহমেদ ইমন, রাজিব, মাহাদী, শিমুল, সৌরভী ও মডারেটর সোহেল, সামাদ, এরশাদ, সাইফুল, লাকি, কান্তা এবং তানিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply