স্টাফ রিপোর্টার:
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর উদ্যোগে সীমান্ত এলাকায় স্থানীয় জনসাধারণকে নিয়ে একটি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১৪ জানুয়ারি) বিকেলে কুমিল্লা ব্যাটালিয়নের অধীন বিবিরবাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিবিরবাজার মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ, বিজিবিএমএস, পিবিজিএমএস, পিএসসি।
সভার আলোচনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা সীমান্ত এলাকার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি’র সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় প্রধান অতিথি লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ বলেন, সীমান্তে চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণে স্থানীয় জনসাধারণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি স্থানীয়দের বিজিবি’র পাশে থাকার আহ্বান জানান এবং বলেন, “বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে কাজ করছে এবং করবে।”
সভা শেষে এলাকার সার্বিক উন্নয়ন ও মঙ্গল কামনা করে আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
Leave a Reply