স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া গ্যাস সিলিন্ডার উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে ইউনিভার্সেল গ্যাস অ্যান্ড গ্যাস সিলিন্ডার লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১৪ জানুয়ারি চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে বিএসটিআই জেলা অফিস কুমিল্লার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্টের অভিযানে জানা যায়, চৌদ্দগ্রামের কাইচ্ছুটি এলাকায় অবস্থিত ইউনিভার্সেল গ্যাস অ্যান্ড গ্যাস সিলিন্ডার লিমিটেড প্রতিষ্ঠানটি পণ্যের গুণগত মান যাচাই না করেই সিলিন্ডার উৎপাদন ও বিক্রি করে আসছিল। প্রতিষ্ঠানটি বিএসটিআই থেকে সিএম লাইসেন্স গ্রহণ ছাড়াই এ কার্যক্রম পরিচালনা করছিল।
বিএসটিআই আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের কারণে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানকে দ্রুততম সময়ের মধ্যে বিএসটিআই থেকে পণ্যের মান যাচাই করে সিএম লাইসেন্স গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মো. শহিদুল ইসলাম, সহকারী পরিচালক (সিএম), বিএসটিআই। এ ছাড়া মো. হাফিজুর রহমান, পরিদর্শক (মেট), বিএসটিআই, কুমিল্লা, অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
বিএসটিআই কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্যাস সিলিন্ডারের মতো ঝুঁকিপূর্ণ পণ্যের গুণগত মান যাচাই ছাড়া উৎপাদন ও বিক্রি কোনোভাবেই বরদাশত করা হবে না।
Leave a Reply