1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন

১৩ বছর পর দেশে ফিরলেন কায়কোবাদ, কর্মীদের ঢল বিমানবন্দরে

  • আপডেটের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৫০ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

ফ্যাসিবাদী সরকারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়ে দীর্ঘ বছর বিদেশে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ আসনের সাবেক সাংসদ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। সব মামলায় বেকসুর খালাস পেয়ে ১৩ বছর পর দেশে ফিরেছেন বিএনপির এই বর্ষীয়ান নেতা।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় দেশে ফিরেন তিনি। এ সময় দলমত নির্বিশেষে তাকে স্বাগত জানাতে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা বিএনপি, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতা, আলেম-ওলামা, মাওলানা, শিক্ষক, পেশাজীবী, সচেতন নাগরিকসহ বিভিন্ন ধর্ম, শ্রেণি-পেশার লক্ষাধিক মানুষের ঢল নামে।

জানা গেছে, আজ শনিবার সৌদি আরব থেকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিএনপির এই নেতা। এ সময় বিভিন্ন অঙ্গসংগঠন, শ্রমিক ইউনিয়নসহ নানা প্রতিষ্ঠানের কর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে বিমানবন্দরে ফুলের মালা দিয়ে তাকে বরণ করেন। বিমানবন্দর এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

কায়কোবাদ বিমানবন্দরে পৌঁছানোর পর নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। তাকে স্বাগত জানাতে মুরাদনগর উপজেলা থেকে ৪০০ বাস ও ২ হাজার মাইক্রোবাসসহ কর্মী-সমর্থকরা ঢাকায় আসেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews