স্টাফ রিপোর্টার:
কুমিল্লা বুড়িচং গাজীপুর মধ্যপাড়ায় যুব সংঘ আয়োজিত বন্ধু সবুজের স্মৃতিচারণে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়।
শুক্রবার (২৭/১২/২৪) বিকেল ৩ ঘটিকায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি উদ্বোধন করেন ৪ নং ষোলনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী বিল্লাল হোসেন। খেলাটির মিডিয়া পার্টনার দৈনিক বাংলা নিউজ ডট কম।
বুড়িচং গাজীপুর মধ্যপাড়া যুব সংঘের উদ্যোগে সবুজ স্মৃতি হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয় তাই তারই ধারাবাহিকতায় শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলাটিতে অংশগ্রহণ করেন জগতপুর মিশন ব্যাপারে একাদশ বনাম কালিকাপুর একাদশ। খেলাটি ৫০ মিনিটের ম্যাচ অনুষ্ঠিত হয়। পরে খেলাটি টাইব্রিকারের মধ্য দিয়ে ১ গোলে জয়ী হয় জগতপুর মিশন বেপারি একাদশ। ম্যান অফ দ্যা টুর্নামেন্ট ইমরুস,সেরা গোল রক্ষক সায়মন, সেরা গোল দাতা রাকিব,ম্যান অফ দ্যা ম্যাচ রিফাত।
ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন, প্রধান অতিথি মাসুম বিল্লাহ ভূইয়া স্বত্বাধিকারী জায়েন্ট মার্কেটাস, বিশেষ অতিথি শাহ ইমরান সম্পাদক ও প্রকাশক দৈনিক বাংলা নিউজ ডট কম, মো: মীর হোসেন বার্তা সম্পাদক দৈনিক বাংলা নিউজ ডট কম, মো: আজিজুর রহমান অফিসার ইনচার্জ বুড়িচং থানা,জাফর আহমেদ ভূঁইয়া সিনিয়র শিক্ষক সিব্রীজ ইন্টারন্যাল স্কুল, হাজী শরাফত আলী সভাপতি, মো: শাহ আলম সহ সভাপতি প্রমুখ
Leave a Reply