ডেস্ক রিপোর্ট:
বলিউডের জনপ্রিয় তারকা সালমান খানকে বলা হয় ইন্ডাস্ট্রির সবচেয়ে এলিজেবল ব্যাচেলর। তবে ভক্তরা মনে করেন, একদিন হয়তো তিনি বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন। যদিও সালমান নিজে বহু সাক্ষাৎকারে জানিয়েছেন, বিয়ে নিয়ে তার কোনো পরিকল্পনা নেই। তবে তার মনে বাবা হওয়ার ইচ্ছা রয়েছে।
সালমানকে বারবার প্রশ্ন করা হয়, তিনি কবে বিয়ে করছেন? এক সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তরে তিনি জানান, খুব শিগগিরই বিয়ে করার কোনো পরিকল্পনা তার নেই। তবে শিশুদের প্রতি তার গভীর ভালোবাসা রয়েছে। তিনি বাবা হওয়ার অনুভূতি পেতে চান, কিন্তু এ নিয়ে আপাতত কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই বলেও তিনি জানিয়েছেন।
অন্য এক সাক্ষাৎকারে সালমানকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি সারোগেসির মাধ্যমে বাবা হতে চান? অথবা সন্তান দত্তক নেওয়ার কথা ভাবছেন? উত্তরে ভাইজান জানান, না, এমন কোনো পরিকল্পনা এখন পর্যন্ত তার নেই। তিনি বলেন, “যখন হওয়ার হবে।”
অনেকে মনে করেন, সালমান হয়তো তার বোন অর্পিতা খানের সন্তানদের নিজের সন্তানের মতো বড় করছেন। এ বিষয়ে সালমান বলেন, “আমাদের বাড়িতে শিশুদের অভাব নেই। আমার বোন নিজেই তার সন্তানদের সুন্দরভাবে লালন-পালন করছে। বরং বলা যায়, সে আমাদের সবাইকেই বড় করছে।”
বর্তমানে সালমান খান তার আসন্ন সিনেমা ‘সিকন্দার’-এর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। পাশাপাশি তিনি জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস ১৮’-এর সঞ্চালনার দায়িত্বও পালন করছেন।
Leave a Reply