1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫০ অপরাহ্ন

নতুন বছরে বড় পরিবর্তন আসছে গুগল সার্চে

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৭১ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

২০২৫ সালকে প্রযুক্তিগত উদ্ভাবনের নতুন যুগ হিসেবে উল্লেখ করেছেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই। তিনি জানিয়েছেন, নতুন বছরে গুগলের সার্চ ইঞ্জিনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হবে।

নিউইয়র্ক টাইমস ডিলবুক সামিটে সুন্দর পিচাই বলেন, “আগামী বছরের শুরুতেই সার্চ ইঞ্জিনে এমন বৈশিষ্ট্য যোগ করা হবে, যা ব্যবহারকারীদের অভিজ্ঞতায় নতুন মাত্রা আনবে। আমরা এমন জটিল প্রশ্নের উত্তর দিতে পারব, যা আগে কখনো সম্ভব হয়নি।”

দ্য ভার্জ-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, গুগল ইতোমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি অন্তর্ভুক্ত করে তাদের সার্চ প্ল্যাটফর্মকে আরও উন্নত করেছে। এআইচালিত সারাংশ তৈরি এবং ভিডিওভিত্তিক সার্চের জন্য উন্নত লেন্স টুল ইতোমধ্যে যোগ করা হয়েছে।

এছাড়াও, গুগল শিগগিরই তাদের জেমিনি এআই মডেলের একটি বড় আপডেট প্রকাশ করবে। সুন্দর পিচাইয়ের মতে, এই মডেলটি মাইক্রোসফট, ওপেনএআই এবং পারপ্লেক্সিটির মতো এআইচালিত সার্চ ইঞ্জিনগুলোর চেয়ে উন্নত হবে।

সম্প্রতি, নরজেস ব্যাংক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের একটি পডকাস্টে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা বলেন, “এআই প্রতিযোগিতায় গুগলই বিজয়ী হওয়ার কথা ছিল।”

এই বিষয়ে সুন্দর পিচাই মন্তব্য করেন, “আমরা আমাদের নিজস্ব মডেল নিয়ে কাজ করছি, যেখানে মাইক্রোসফট ওপেনএআইয়ের মডেলের ওপর নির্ভরশীল। যদি দুই প্রতিষ্ঠানের এআই মডেল তুলনা করা হয়, তবে বিষয়টি আরও পরিষ্কার হবে।”

তিনি আরও বলেন, গুগল কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ উন্নয়নে নেতৃত্ব দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews