ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশকে দুর্বল নতজানু ও শক্তিহীন ভাবার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেছেন, সবার উপরে দেশ। এ নীতিতে আমরা অটল থাকব এবং যেকোনো অপপ্রচার ও উসকানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকব।
বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সংলাপে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন।
অধ্যাপক আসিফ নজরুল বলেন, “বাংলাদেশবিরোধী তৎপরতা, যেমন- হাইকমিশনে হামলা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও প্রচারণার বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো হয়েছে। ভারতের এসব কার্যক্রমের মোকাবিলায় সরকারের আত্মমর্যাদাশীল ও সাহসী ভূমিকা রাজনীতিবিদদের প্রশংসা পেয়েছে। পাশাপাশি, সরকারের প্রতি সংহতি প্রকাশ করেছেন তারা।”
তিনি আরও বলেন, “সংলাপে ভারতের অপপ্রচারের বিরুদ্ধে আরও জোরালো ও দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। প্রবাসীদের সক্রিয় ভূমিকা, বন্ধু রাষ্ট্রের সহযোগিতা এবং বিদেশি সাংবাদিকদের সম্পৃক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া, যোগাযোগ ও আইনি দক্ষতা বৃদ্ধির কথাও বলা হয়েছে।”
আইন উপদেষ্টা বলেন, “গত ১৫ বছরে ভারতের সঙ্গে হওয়া চুক্তিগুলো প্রকাশ করার দাবি জানানো হয়েছে। রামপালসহ দেশের জন্য ক্ষতিকর চুক্তিগুলো বাতিল করার আহ্বান এসেছে। ভারতের অর্থনৈতিক নিপীড়ন, সাংস্কৃতিক আধিপত্য এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরুদ্ধে নিন্দা জানানো হয়েছে। একইসঙ্গে ভারতের প্রতি মর্যাদাপূর্ণ ও সৎ প্রতিবেশী আচরণ করার আহ্বান জানানো হয়েছে।”
তিনি বলেন, “এই পরিস্থিতি মোকাবিলায় সব সম্প্রদায়ের ভূমিকার প্রশংসা করা হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার গুরুত্বও তুলে ধরা হয়েছে। সবাই একমত যে বাংলাদেশকে দুর্বল বা নতজানু ভাবার কোনো সুযোগ নেই। যেকোনো অপপ্রচার ও উসকানির মুখে আমাদের ঐক্য আরও দৃঢ় হবে।”
সংলাপে প্রস্তাবনাগুলোর মধ্যে জাতীয় ঐক্যের ভিত্তিতে সমাবেশ আয়োজন, পলিটিক্যাল কাউন্সিল বা নিরাপত্তা কাউন্সিল গঠনের বিষয়টি উঠে এসেছে। তিনি বলেন, “মতপার্থক্য বা রাজনৈতিক ভিন্নতা থাকলেও দেশ, সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক থাকব।”
Leave a Reply