ডেস্ক রিপোর্ট:
ভারতের আগরতলার ত্রিপুরা রাজ্যের রাজধানীতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় সেখানে কনস্যুলার সেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন প্রশাসন। ফলে, এই মিশন থেকে বাংলাদেশের ভিসা সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।
বাংলাদেশ সরকারের কূটনৈতিক সূত্রে জানা গেছে, নিরাপত্তার কারণে আপাতত আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশনে কনস্যুলার সেবা বন্ধ রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ২ ডিসেম্বর (রবিবার) দুপুরে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা ভাঙচুর চালায়, ফ্ল্যাগস্ট্যান্ড ভেঙে বাংলাদেশের জাতীয় পতাকা খুলে নিয়ে তা পোড়ায়। এই ঘটনায় ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে জরুরি ভিত্তিতে তলব করেছে বাংলাদেশ সরকার।
এছাড়া, আগরতলাসহ ভারতে বাংলাদেশের সব মিশনের নিরাপত্তা জোরদার করার জন্য ২ ডিসেম্বর (সোমবার) দিল্লিকে একটি নোট পাঠিয়েছে বাংলাদেশ, যেখানে প্রতিবাদ জানিয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।
Leave a Reply