স্টাফ রিপোর্টার:
র্যাব-১১, সিপিসি-২ এর পৃথক দুটি অভিযানে ১৬,৩০৪ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ৫ লাখ ৯৮ হাজার টাকারও বেশি নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি বিশেষ দল কুমিল্লার দাউদকান্দি মডেল থানাধীন তালতলী ও জুরানপুর এলাকায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালায়।
প্রথম অভিযানে তালতলী এলাকায় মোঃ সোহাগ মোল্লা (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ১৬,০০০ পিস ইয়াবা ও নগদ ৫,৯৮,৩০০ টাকা।
অন্য অভিযানে জুরানপুর এলাকা থেকে তিনজন মাদক ব্যবসায়ী—মোঃ শাহাদাত হোসেন শান্ত (২৬), হৃদয় মিয়া (২৩) এবং মোঃ শাহিন মিয়া ওরফে শাকিল (২৩)—কে গ্রেফতার করে র্যাব। তাদের কাছ থেকে ৩০৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কক্সবাজার সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা দরে বিক্রি করে আসছিল।
র্যাব-১১ জানায়, চলতি বছরের ৫ আগস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত চাঞ্চল্যকর মামলায় ৬৪ জন, আরসা সদস্য ১৫ জন, হত্যা মামলায় ৮৭ জন, ধর্ষণ মামলায় ৪৬ জন, অস্ত্র মামলায় ৯ জনসহ মোট ২৫০ জনেরও বেশি মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৮২টি অস্ত্র ও ১২৭৩ রাউন্ড গুলি।
এছাড়া অপহরণ মামলায় ৪১ জন গ্রেফতার ও ৩৩ জন ভিকটিম উদ্ধার, ছিনতাইকারী ও ডাকাত ৫৪ জন, জেল পলাতক ৩৫ জনসহ বিভিন্ন অপরাধে মোট ২৫২ জন অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে।
র্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
Leave a Reply