স্টাফ রিপোর্টার:
কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবি গ্রামের ৭ নং ওয়ার্ডে পাঁচথুবিতে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার হাডুডু ও কুস্তি খেলার ফাইনাল প্রতিযোগিতা।
বৃহস্পতিবার রাত ৮ টা থেকে খেলা শুরু হয় এবং সকাল ৮টা পর্যন্ত একটানা খেলা চলে। বৃহস্পতিবার দিবাগত রাত ৪ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত গনার কুস্তি খেলা শুরু হয়।
এই খেলায় কুমিল্লা জেলার ১০টি উপজেলা থেকে খেলোয়াড় অংশগ্রহণ করেন। এই গ্রাম বাংলার হাডুডু ও কুস্তি খেলায় দুটি দলে বিভক্ত হয়।প্রত্যেকটি দলের ১০জন করে প্রতিযোগী ছিল। কুস্তি খেলার সময় ছিল প্রত্যেক প্রতিযোগীর জন্য ১০ মিনিট করে। ১০ মিনিটের মধ্যে প্রত্যেক প্রতিযোগী তার শক্তি প্রয়োগ করে একটি নির্দিষ্ট দাগের বাহিরে নিয়ে গেলে তাকে হারানো হবে এমন নিয়মে খেলা পরিচালিত হয়। প্রত্যেক দলে পাঁচজন করে অংশগ্রহণ করেন। এর মধ্যে তিনটি ম্যাচ ড্র হয়। এবং দুটি ম্যাচ বিজয়ী হয়।
এই ফাইনাল খেলায় বিজয়ী দুজনের মধ্যে যে প্রতিযোগীর খেলা আকর্ষণীয় হবে। এবং প্রতিযোগী বিজয়ী হবে তাকে প্রথম পুরস্কার দেওয়া হয়। প্রথম পুরস্কার দেওয়া হয় একটি রঙিন এলইডি টেলিভিশন, এবং দ্বিতীয় পুরস্কার দেওয়া হয় একটি বাইসাইকেল,এবং যারার ম্যাচ ড্র হয় তাদেরকে একটি সিলিং ফ্যান দেওয়া হয়,এর মধ্যে ভিন্ন দর্শকরা তাদেরকে নগদ টাকা উপহার দেন।
কুমিল্লা নগরীর একে খেলা দেখতে আসা রিয়াদ বলেন, আমি এতো সুন্দর আকর্ষণীয় খেলা আর দেখিনি অনেক সুন্দর যা আমি মনোমুগ্ধ হয়েছি অবশ্যই আরও দর্শকরাও মনোমুগ্ধ হয়েছে।গ্রাম বাংলার এ খেলা চালু থাকলে অনেক কিছু শিখতে পারবে বর্তমান প্রজন্ম এবং বিনোদন পাবে।
জনি বলেন, এরআগে গ্রামে গ্রামে ঘুরে খেলায় অংশ নিয়েছি। শীতের সময় বিভিন্ন গ্রামগঞ্জে এ খেলা বেশিহয়। এবারে প্রথম এত পরিমাণ দর্শক দেখে ভালো লাগছে।৷
পাঁচথুবি ইউনিয়নের খেলোয়ার আব্দুর রব বলেন, আমি আজ ৩০ বছর পর এই খেলা খেলি খেলা অনেক মনোমুগ্ধকর ও দর্শকরাও অনেক আনন্দ পায় খেলা দেখে। আমাদের পাঁচথুবি গ্রামে এ খেলা সবসময় আয়োজন করে থাকি। এবার আমরা যেসারা পেয়েছি বিভিন্ন উৎসবে এ ধরনের গ্রামীণ খেলার আয়োজন আমরা আবারো করবো।
Leave a Reply