স্টাফ রিপোর্টার:
কুমিল্লা শহরের নোয়াপাড়া এলাকায় অবৈধ ও অস্বাস্থ্যকরভাবে প্যাকেটজাত পানীয় জল উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানকে সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর যৌথ মোবাইল কোর্ট।
গোপন তথ্যের ভিত্তিতে আজ এক অভিযানে দেখা যায়, ‘মেসার্স রেইনবো পিওর ড্রিংকিং ওয়াটার’ নামের প্রতিষ্ঠানটি অপরিচ্ছন্ন পরিবেশে পানি পরিশোধন না করেই বাজারজাত করছিল। বিএসটিআই-এর মানসনদ ছাড়াই পণ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার শিফার আদেশে কারখানাটি সিলগালা করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লার ফিল্ড অফিসার মো. আমিনুল ইসলাম শাকিল। এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই-এর উপ-পরিচালক কে. এম. হানিফ, সহকারী পরিচালক মো. মোস্তাক আহম্মেদ ও পরিদর্শক আরিফ উদ্দিন প্রিয়।
জেলা প্রশাসন ও বিএসটিআই সূত্রে জানানো হয়, ভোক্তা সুরক্ষা ও জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply