ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশের জার্সি গায়ে হামজা চৌধুরীর অভিষেক হয়েছে কিছুদিন আগেই। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচে তিনি প্রতিপক্ষকে প্রচণ্ড চাপে রেখেছিলেন। সেই সাফল্যের ধারাবাহিকতা এখন ইংল্যান্ডের মাঠেও বজায় রেখেছেন তিনি। শেফিল্ড ইউনাইটেডের হয়ে দারুণ পারফরম্যান্সের মাধ্যমে দলকে জয় এনে দিয়েছেন এই মিডফিল্ডার।
শুক্রবার (২৮ মার্চ) রাতে ইংলিশ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপে কভেন্ট্রি সিটিকে ৩-১ গোলে হারিয়েছে শেফিল্ড ইউনাইটেড। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে শীর্ষ অবস্থান দখল করেছে ক্রিস ওয়াইল্ডারের দল। ৩৯ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শেফিল্ড এখন টেবিল টপারে। দ্বিতীয় স্থানে থাকা লিডস ইউনাইটেডের ৮০ পয়েন্ট, যদিও তাদের একটি ম্যাচ বাকি। অন্যদিকে, কভেন্ট্রি ৩৯ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।
এই ম্যাচটি হামজার জন্য বিশেষভাবে স্মরণীয়। কারণ, এর আগে তিনি ইংল্যান্ডের ঘরোয়া লিগে খেললেও এবার তার নামের পাশে যুক্ত হয়েছে ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল’ তকমা। পুরো ম্যাচজুড়ে শেফিল্ডের হয়ে দারুণ ভূমিকা রেখেছেন হামজা। কোচ ক্রিস ওয়াইল্ডার তাকে ৮৮ মিনিটে বদলি করেন।
গত দুটি ম্যাচে হামজাকে রাইটব্যাক হিসেবে মাঠে নামিয়েছিলেন কোচ। তবে কভেন্ট্রির বিপক্ষে তাকে মূল পজিশন ডিফেন্সিভ মিডফিল্ডারেই খেলানো হয়। এই দায়িত্বেও তিনি সফল। শেফিল্ড যে একমাত্র গোলটি হজম করেছে, সেটি হয়েছে হামজাকে বদলি করার পর।
ম্যাচে হামজার অবদান ছিল প্রশংসনীয়। তিনি ৪টি পাস ইন্টারসেপ্ট করেছেন, ১টি শট ব্লক করেছেন এবং ২টি ট্যাকলের মধ্যে ১টি সফল করেছেন। ৩১টি পাসের মধ্যে ৮০% ছিল নির্ভুল। এছাড়া ৩টি লং বলের ২টিই সফল হয়েছে। গোলেরও খুব কাছাকাছি পৌঁছেছিলেন হামজা—৭৬তম মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া তার শটটি দারুণভাবে ঠেকিয়ে দেন কভেন্ট্রির গোলরক্ষক।
হামজার এমন পারফরম্যান্স শেফিল্ড ইউনাইটেডের জন্য যেমন ইতিবাচক, তেমনি বাংলাদেশের ফুটবল ভক্তদের জন্যও গর্বের। আগামী দিনগুলোতেও তিনি যেন এই ধারা বজায় রাখেন, সেটাই কামনা সবাইর।
Leave a Reply