স্টাফ রিপোর্টার:
কুমিল্লা জেলার বুড়িচং থানার কাবিলা বাজার এলাকায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও র্যাবের যৌথ অভিযানে ৩ কোটি ৮ লাখ ৮ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ আতশবাজি জব্দ করা হয়েছে। গত ১৩ মার্চ রাত আনুমানিক ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাবিলা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি), সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্তের উপস্থিতিতে এবং র্যাব সদস্যদের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স দল গঠন করে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মালিকবিহীন একটি ট্রাক থেকে ১৪ লাখ ১৫ হাজার ৪০০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ আতশবাজি উদ্ধার করা হয়। এ ছাড়াও ট্রাকটিতে অন্যান্য অবৈধ মালামাল পাওয়া যায়।
জব্দকৃত অবৈধ দ্রব্যসামগ্রীর মোট মূল্য প্রায় ৩ কোটি ৮ লাখ ৮ হাজার টাকা বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে। বিজিবি জানায়, চোরাচালান প্রতিরোধে তারা নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করে আসছে। এ অভিযানও সেই ধারাবাহিকতার অংশ।
জব্দকৃত সকল অবৈধ দ্রব্যসামগ্রী বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে বিজিবি জানিয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
বিজিবি’র এ সাফল্য অবৈধ পণ্য চোরাচালান রোধে তাদের সক্রিয় ভূমিকারই প্রতিফলন। এলাকাবাসীও অবৈধ পণ্য পরিবহন ও বিক্রয় বন্ধে কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের প্রশংসা করেছেন।
Leave a Reply