স্টাফ রিপোর্টার:
কুমিল্লা ইয়ুথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে এই দুই সংগঠনের উদ্যোগে আঞ্জুমান মুফিদুল ইসলামের অধ্যায়নরত এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় প্রেস ক্লাব কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, কুমিল্লার রিপোর্টার্স ইউনিটির সভাপতি সেলিম রেজা মুন্সী, উপদেষ্টা দেলোয়ার হোসাইন আকাইদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ইয়ুথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ ইমরান অতিথি ও সদস্যদের স্বাগত জানান।
ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আরাফাতুল ইসলাম, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, মহানগর জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কামরুজ্জামান সোহেল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক আবু রায়হান।
এ সময় অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালবেলার কুমিল্লা প্রধান মাসুক আলতাফ চৌধুরী, কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি মীর শাহ আলম, সাপ্তাহিক গোমতির সম্পাদক মোবারক হোসেন, কুমিল্লার রিপোর্টার্স ইউনিটির সভাপতি সেলিম রেজা মুন্সি ও কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য দেলোয়ার হোসাইন আকাঈদ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালেক, কুমিল্লা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল, সহ-সভাপতি মাহবুব আলম বাবু, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, কুমিল্লা সনাক এর সভাপতি আলহাজ্ব শাহ মুহাম্মদ আলমগীর খান, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মহিবুবুল হক ছোটন, চর্ম বিশেষজ্ঞ ডাক্তার আসাদুজ্জামান আকন্দ জনি, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর ট্রেইনার ও ইউএনডিপি টাউন ফেডারেশনের সভাপতি ফরিদা আক্তার ডলি, মহানগর মহিলা দলের সভাপতি রায়হান রহমান হলেন হেলেন, মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার হোসেন, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য তাজওয়ার ওহী, এটিএন বাংলা ও এটিএন নিউজের রিপোর্টার খাইরুল আহসান মানিক, দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার মোহাম্মদ শহীদুল্লাহ, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাকালিন সহ সাধারণ সম্পাদক সহিদ উল্লাহ মিয়াজী, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সভাপতি দিলীপ মজুমদার, দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার মামশাদ কবির , কুমিল্লা প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক বাহার রায়হান, দৈনিক ভোরের সূর্যোদয়ের সম্পাদক এম ফিরোজ, দৈনিক শিরোনামের সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব, কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাহী সম্পাদক আনোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নেকবর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এন কে রিপন, দৈনিক যায় যায় দিনের প্রতিনিধি আব্দুল জলিল ভূঁইয়া, ব্যবসায়ী নাদের ইসলাম, দৈনিক সমাজ কণ্ঠের সম্পাদক জসিম উদ্দিন চাষী, দৈনিক আজকের কুমিল্লার সিনিয়র রিপোর্টার বি এম মহিউদ্দিন মন্টি, মেগোতির সম্পাদক আসিফ মান্নাসহ প্রমূখ ।
Leave a Reply