স্টাফ রিপোর্টার:
কুমিল্লার আদর্শ সদরে মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের খাদ্যপণ্য বিক্রি ও মজুদের অভিযোগে বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আজ ১০ মার্চ (২০২৫) বিকাল ৩:৩০ থেকে ৪:৩০ পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নূর ট্রেডার্স, মেহেদীবাগ, হাউজিং স্টেট, আদর্শ সদর, কুমিল্লা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিএসটিআইয়ের গুণগত মান পরীক্ষা ও মোড়কজাত সনদ ছাড়াই ‘ব্ল্যাক টি’ ও ‘সরিষার তেল’ পণ্য বিক্রি ও বিতরণের অভিযোগ পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানটির গুদামে মেয়াদোত্তীর্ণ ‘ব্ল্যাক টি’ মজুদ করে বিক্রির প্রস্তুতি নেওয়া হয়েছিল।
এই অনিয়মের জন্য “বিএসটিআই আইন-২০১৮” এবং “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮” অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে উভয় আইনে ৫০,০০০ টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতটি কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শাহীন আক্তার শিফা এবং শ্রী রতন কুমার দত্তের নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা জনাব ইকবাল আহাম্মদ, ফিল্ড অফিসার (সিএম) এবং প্রকৌশলী আরিফ উদ্দিন প্রিয়, পরিদর্শক (মেট্রোলজি)।
বিএসটিআই ও জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তা অধিকার রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তারা সতর্ক করেছেন।
Leave a Reply