স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সিটি কর্পোরেশন হযরত পাড়া ১৮ নং ওয়ার্ডের জামাল আহম্মেদ গং কতৃক নির্মাণ কাজে বাঁধা, লুটতরাজ ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
শনিবার ( ৯ মার্চ) বিকেলে কুমিল্লা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তানভীর হোসেন।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইয়াসিন মিয়া, ইউসুফ মিয়া, জান্নাতুল বেগম, আসমা বেগমসহ অনেকে।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, বাড়ির কাজ চলাকালীন সময়ে জামাল আহাম্মেদ, সজল বিপ্লব, বিজয়, শাওন শহ কিছু সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে ইয়াছিন মিয়ার বাড়িতে হামলা চালায় এবং মামলা তুলে নেওয়ার হুমকি দেয়। একপর্যায়ে তারা হামলা চালিয়ে বাড়ি ভাংচুর করে এবং নির্মাণ কাজে ব্যবহৃত রড,যাবতীয় সরঞ্জাম, স্বর্ণের চেইন হাতিয়ে নিয়ে যায়। এসময় তারা আমাদের প্রাণনাশের হুমকি দেয়। তারা যেকোন সময় আমাদের বড় ধরনের ক্ষতি করতে পারে।তাই এই ঝামেলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার ও পরিবারের নিরাপত্তার জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেন তারা।
Leave a Reply