ডেস্ক রিপোর্ট:
পবিত্র রমজান মাস শুরু হয়েছে। কোরআন ও হাদিসে রোজা ভঙ্গের কিছু কারণ উল্লেখ করা হয়েছে। এই মাহে রমজানে আমাদের মনে নানা রকম ছোট ছোট প্রশ্ন জাগে।
অনেকে জানতে চান, রোজা রেখে নখ বা শরীরের অবাঞ্ছিত লোম কাটা যাবে কি না?
ওলামায়ে কেরামদের মতে, রোজা অবস্থায় হাত-পায়ের নখ কাটা বা চুল-দাড়ি কাটলে রোজার কোনো ক্ষতি হয় না। এগুলো রোজা ভঙ্গের কারণ নয়। রোজা মূলত পানাহার ও যৌনক্রিয়ার মাধ্যমে ভঙ্গ হয়।
বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ বলেন, রোজা রেখে কেউ যদি হাতের নখ কাটেন বা অবাঞ্ছিত লোম পরিষ্কার করেন, তাহলে তার রোজা নষ্ট হবে না। এটি জায়েজ এবং মাকরুহও নয়। রোজার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। বরং পরিচ্ছন্নতার জন্য এগুলো করা অনেক সময় জরুরি হয়ে পড়ে। তাই উত্তম হলো, এগুলো কেটে পরিষ্কার করে নেয়া।
রোজা রেখে চুল বা দাড়ি কাটা যাবে কি না—এ প্রশ্নের উত্তরে শায়খ মাহমুদুল হাসান বলেন, রোজা অবস্থায় নখ কাটা বা চুল কাটায় কোনো সমস্যা নেই। এগুলো রোজার সঙ্গে সম্পর্কিত নয়। এমনকি রোজা রেখে দাড়ি সেভ করলেও রোজা ভাঙবে না।
Leave a Reply