ডেস্ক রিপোর্ট:
আগামী সুষ্ঠু নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন হবে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে উন্নয়ন সহযোগীদের জন্য আয়োজিত এক ব্রিফিং শেষে তিনি এ মন্তব্য করেন।
স্টেফান লিলার বলেন, “আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনকে সহযোগিতা করছি। আশা করি, এটি বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন হবে, যা আমাদের আকাঙ্ক্ষা। নির্বাচনের সময় নির্ধারণের বিষয়টি অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত। এ বিষয়ে আমাদের কিছু করার নেই।”
নির্বাচনে কোনো বাধা বা চ্যালেঞ্জ রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।”
ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত ছিলেন।
Leave a Reply