ডেস্ক রিপোর্ট:
সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের মানবিজ শহরে একটি বোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানা এই তথ্য নিশ্চিত করেছে।
গত ডিসেম্বরে বিদ্রোহীদের আন্দোলনের ফলে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের পতন ঘটে। এরপর থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে হামলার ঘটনা বেড়ে গেছে। সানার প্রতিবেদন অনুযায়ী, গত তিন দিনের মধ্যে এটিই মানবিজে দ্বিতীয় হামলা।
তুরস্ক সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত মানবিজে এই হামলার দায় এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। সিরিয়ার বেসামরিক প্রতিরক্ষা উদ্ধার সংস্থা জানিয়েছে, গাড়িবোমা বিস্ফোরণে নিহত ১৫ জনের মধ্যে ১৪ জন নারী এবং একজন পুরুষ। এছাড়াও বিস্ফোরণে আরও ১৫ জন নারী আহত হয়েছেন।
দেশটির একজন বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা রয়টার্সকে জানান, বিস্ফোরণে হতাহতরা কৃষি শ্রমিক ছিলেন। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
সিরিয়া যুদ্ধের সময় মানবিজ শহরের নিয়ন্ত্রণ বহুবার হাতবদল হয়েছে। গত ডিসেম্বরে তুরস্ক-সমর্থিত গোষ্ঠীগুলো মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ)-এর কাছ থেকে শহরটির দখল পুনরুদ্ধার করে। এর আগে, ২০১৬ সালে ইসলামিক স্টেটের কাছ থেকে শহরটির দখল নেয় এসডিএফ। গত শনিবার মানবিজে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত চার বেসামরিক নাগরিক নিহত হন। নিহতদের মধ্যে শিশুও ছিল বলে সানার প্রতিবেদনে উল্লেখ করা হয়।
গত ৮ ডিসেম্বর প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর তুরস্ক-সমর্থিত সিরিয়ার ক্ষমতাসীন সশস্ত্র গোষ্ঠী এবং স্থানীয় মিলিশিয়া গোষ্ঠীগুলোর মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। এর মধ্যে সিরিয়ায় কুর্দিপন্থী যোদ্ধাদের অস্ত্র সমর্পণের পরামর্শ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি সতর্ক করে বলেছেন, কুর্দি যোদ্ধারা যদি অস্ত্র সমর্পণ না করেন, তাহলে তাদের মাটিতে পুঁতে ফেলা হবে।
সিরিয়ায় তুর্কি বাহিনী ও তাদের মিত্ররা বাশার আল-আসাদের পতনের পর থেকে কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। আসাদ সরকারের পতনের পর থেকে তুরস্ক জোর দিয়ে বলেছে, কুর্দিপন্থী ওয়াইপিজি মিলিশিয়া গোষ্ঠীকে অবশ্যই বিলুপ্ত করতে হবে। তুরস্কের দাবি, সিরিয়ার ভবিষ্যতে এই গোষ্ঠীর কোনো স্থান নেই। সিরিয়ায় নেতৃত্বের পরিবর্তনের পর থেকে দেশটির কুর্দিপন্থী প্রধান উপদলগুলো কিছুটা পর্দার আড়ালে চলে গেছে।
Leave a Reply