1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় পৃথক দুটি অভিযানে মাদকসহ আটক ৪ কুমিল্লায় বিভিন্ন জেলার নারী উদ্যোক্তা নিয়ে হেয়ার অ্যাডভান্স মাস্টার ট্রেনিং অনুষ্ঠিত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির কুবির ‘সি ‘ ইউনিট ভর্তি পরীক্ষায় স্বপ্নভঙ্গ চার শিক্ষার্থীর ঝড়ো বাতাসসহ ৯ অঞ্চলে ভারি বৃষ্টির পূর্বাভাস কুমিল্লায় বিজিবি’র অভিযানে ৩০ লাখ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ কুমিল্লার পাঁচথুবীতে ঐতিহ্যবাহী গ্রাম বাংলার কুস্তি খেলার প্রতিযোগিতা কুমিল্লার এমপি বাহারের বিলাসবহুল বাড়ি ও অস্থাবর সম্পদ জব্দের আদেশ কুমিল্লার অবৈধ পানির কারখানা সিলগালা আগামী রমজানের আগেই নির্বাচন চায় জামায়াত
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় পৃথক দুটি অভিযানে মাদকসহ আটক ৪ কুমিল্লায় বিভিন্ন জেলার নারী উদ্যোক্তা নিয়ে হেয়ার অ্যাডভান্স মাস্টার ট্রেনিং অনুষ্ঠিত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির কুবির ‘সি ‘ ইউনিট ভর্তি পরীক্ষায় স্বপ্নভঙ্গ চার শিক্ষার্থীর ঝড়ো বাতাসসহ ৯ অঞ্চলে ভারি বৃষ্টির পূর্বাভাস কুমিল্লায় বিজিবি’র অভিযানে ৩০ লাখ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ কুমিল্লার পাঁচথুবীতে ঐতিহ্যবাহী গ্রাম বাংলার কুস্তি খেলার প্রতিযোগিতা কুমিল্লার এমপি বাহারের বিলাসবহুল বাড়ি ও অস্থাবর সম্পদ জব্দের আদেশ কুমিল্লার অবৈধ পানির কারখানা সিলগালা আগামী রমজানের আগেই নির্বাচন চায় জামায়াত

কুবিতে অ্যাডভোকেট তপন বিহারী নাগ বৃত্তি প্রদান

  • আপডেটের সময় : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৮৮ বার ভিউ

 

কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে অ্যাডভোকেট তপন বিহারী নাগ ট্রাস্ট বৃত্তি প্রদান করা হয়েছে। এতে তিন শিক্ষাবর্ষের ৩০ জন শিক্ষার্থীদের প্রত্যেককে পাঁচ হাজার টাকার চেক প্রদান করা হয়।

রবিবার (২৬ জানুয়ারি) বেলা ৩টায় মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাস রুমে এই বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জজ কোর্টের অ্যাডভোকেট তপন বিহারী নাগ এবং আইন বিভাগের বিভাগীয় প্রধান মু. আলী মুর্শেদ কাজেম।

আইন বিভাগের বিভাগীয় প্রধান মু. আলী মুর্শেদ কাজেম বলেন, ‘এই ট্রাস্টের কর্ণধার এইখানে উপস্থিত আছেন, তার প্রতি কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা ট্রেজারার স্যার ও ভিসি স্যারের প্রতি। কিছুদিন এই বৃত্তিটা বন্ধ ছিল। আমাদের সাবেক বিভাগীয় প্রধান অনেক চেষ্টা করেছেন এটি চালু রাখার তবে কিছু কারণে হয়নি। এখন আবার আমরা তিনটা ব্যাচের মাঝে বৃত্তি প্রদান করতে পেরেছি। আশা করি এর অগ্রযাত্রা চলমান থাকবে।’

অ্যাডভোকেট তপন বিবারী নাগ বলেন, ‘সামাজিক অবক্ষয়ের যুগে এখনো কিছু না কিছু মানুষ সৎ থাকতে চায়। আমার জীবনে কখনো কোনো এমপি-মন্ত্রীর সাথে আপোষ করিনি। নীতির প্রশ্নে কখনো কোনো ব্যক্তির সাথে আপোষ করিনি। আমার খারাপ লেগেছে যে, বৃত্তিটা কিছুদিন বন্ধ ছিল। এটি আবার চালু হয়েছে এবং আশা করবো সেটি চলমান থাকবে। আমি কয়েকটা বিশ্ববিদ্যালয়ে যে টাকাটা দিচ্ছি, এটার বিনিময়ে হয়তো একটা ভালো বাড়ি বানাতে পারতাম। কিন্তু আমি এদের মাঝে বেঁচে থাকতে চাই। এইখানে যারা আছো, তোমরা জীবনে অনেক বড় কিছু করে এইরকম মানবিক কাজ করে যাবে।’

মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, ‘অ্যাডভোকেট তপন বিহারী নাগ একজন মহান ব্যক্তি। আমি তাঁকে স্যালুট জানাই। তোমরা যারা এই বৃত্তি পাচ্ছো তারা কখনো তাঁকে ভুলবে না। তিনি একটা কথা বলেছেন যে, আজকের এই সমাজে ভালো মানুষের সংখ্যাটা কমে গেছে। যারা আজকে স্কলারশিপ পাচ্ছো তোমরা চেষ্টা করবে এই সমাজকে ভালো জায়গায় নিয়ে যেতে। বাংলাদেশের মানুষ পুলিশ, আইনজীবীদের ভয় পায়। বিপদে না পড়লে তাদের কাছে কেউই যেতে চায় না। তবে এই সবকিছুর মধ্যে তপন বিহারী নাগ একজন আলোর দিশারী। তাঁর এই কর্ম ও কৃতিত্ব তাকে সারাজীবন বাঁচিয়ে রাখবে।’

সভাপতির বক্তব্যে মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‘তপন বিহারী নাগ নিঃসন্দেহে একজন মহৎ লোক। তিনি নিজেই বলেছেন, যে পরিমাণ বিভিন্ন ট্রাস্টে দান করেছেন তা দিয়ে চাইলে তিনি অনেক সম্পত্তির মালিক হতে পারতেন। কিন্তু তিনি তা না করে বিভিন্ন মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে মহৎ মনুষ্যত্বের পরিচয় দিয়েছেন। আমি আশা করি আজকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা আগামীতে আইন অঙ্গনে ভালো কাজ করবেন, জুডিশিয়ারিতে গিয়ে দেশের সেবা করবেন।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews