স্টাফ রিপোর্টার
বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) কুমিল্লা সীমান্তে অবৈধ ভারতীয় মদ ও সিগারেট জব্দ করেছে। গোলাবাড়ী পোষ্টের টহলদল অভিযান চালিয়ে ২৯ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যের এসব পণ্য আটক করে।
গতকাল ২৪ এপ্রিল রাত ১১:৫০টায় কুমিল্লার কোতয়ালী উপজেলার বিবিরবাজার বিওপি’র গোলাবাড়ী পোষ্টের বিশেষ টহলদল সীমান্তের বিষ্ণুপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্তের শূন্য লাইন থেকে ২৫০ গজ ভেতরে ৬০ বোতল ভারতীয় মদ ও ১১,৩৪০ প্যাকেট সিগারেট পাওয়া যায়। কোনো মালিক না থাকায় পণ্যগুলো জব্দ করা হয়।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্রে জানা গেছে, চোরাচালান ও মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলছে। জব্দকৃত মদ ও সিগারেট কাস্টমস কর্তৃপক্ষকে হস্তান্তর করা হবে। বিজিবি সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।
Leave a Reply