স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে অবৈধ ভারতীয় বাজি জব্দ করেছে। গতকাল রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর সদর দক্ষিণ উপজেলার বিবির বাজার বিওপির অধীনস্থ কটকবাজার পোস্টের একটি বিশেষ টহলদল সীমান্তে অভিযান চালিয়ে ১,১৯,৪১০ পিস ভারতীয় বাজি আটক করে। এগুলোর বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ ৩০ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ৪ কিলোমিটার ভেতরে পালপাড়া নামক স্থানে মালিকবিহীন অবস্থায় এই বাজিগুলো রাখা ছিল। বিজিবি’র টহলদল সন্দেহভাজন স্থানটি তল্লাশি করে অবৈধ বাজিগুলো উদ্ধার করে। জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিয়মিতভাবে সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে কঠোর অভিযান পরিচালনা করে আসছে। এবারের অভিযানও সেই ধারাবাহিকতায় পরিচালিত হয়েছে। বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে অবৈধ পণ্য প্রবেশ ও চোরাচালান রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা বিজিবি’র এই সক্রিয় তৎপরতার প্রশংসা করেছেন এবং সীমান্তে অবৈধ কার্যকলাপ বন্ধে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।
Leave a Reply