স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ৩ নং ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামের কবরস্থান দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে বারপাড়া-কৃষ্ণপুর গ্রামের কবরস্থান এর সামনে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ঘণ্টাব্যাপী কর্মসূচিতে ওই এলাকার শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, জগন্নাথপুর ইউনিয়নের উক্ত কবরস্থানটি বেশ পুরাতন। এটা মূলত পারিবারিক কবরস্থান হলেও এখানে সমস্ত এলাকার লোকজনকে দাফন করা হয়। কিন্তু বেশ পুরনো এই কবরস্থানটির এক পাশের অনেকাংশ দখল করে রাস্তা বানানোর পায়তারা করছে এলাকার কিছু কুচক্র মহল। ইতোমধ্যে কবরস্থান এর জায়গা দখল করে এক পাশ দিয়ে তৈরি করা অবৈধ রাস্তা মেরামত কাজ করছে। এ অবস্থায় বারপাড়া-কৃষ্ণপুর গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বার-পাড়া-কৃষ্ণপুর কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ এর সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক নাসরুল হক রাসেল, সহ-সভাপতি হাজী কামাল হোসেন, বারপাড়া-কৃষ্ণপুর সমাজের সহকারি সদ্দার তোতা মিয়া, সহকারী সদ্দার আলী আজ্জম, সমাজসেবক মোহাম্মদ মঞ্জিল, বারপাড়া- কৃষ্ণপুর চৌমনী বায়তুল ফালাহ জামে মসজিদ কমিটির ক্যাশিয়ার বাবুল হোসেন সহ বারপাড়া- কৃষ্ণপুর গ্রামের বিভিন্ন স্তরের নারী-পুরুষ সমাজসেবক জনপ্রতিনিধি সহ আরো অনেকে।
Leave a Reply