ডেস্ক রিপোর্ট:
জাতিসংঘের ফিলিস্তিন সংক্রান্ত বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজ সতর্কবার্তা দিয়ে বলেছেন, গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলা ও পশ্চিম তীরে নির্যাতনের মুখে ফিলিস্তিনি জনগণের সুরক্ষার জন্য ‘সময় খুব দ্রুত ফুরিয়ে আসছে’। তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী মিডল ইস্ট মনিটর এ খবর প্রকাশ করেছে।
আলবানিজ তার বক্তব্যে উল্লেখ করেন, ইসরায়েল জানুয়ারি মাস থেকে গাজায় কোনো ধরনের যুদ্ধবিরতি পুরোপুরি মানছে না। তিনি স্পষ্টভাবে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় হস্তক্ষেপ না করলে ইসরায়েল তাদের যুদ্ধাপরাধ বন্ধ করবে না।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জবাবদিহিতার বিষয়ে আলবানিজ গভীর হতাশা প্রকাশ করেন। তিনি মন্তব্য করেন, “জাতীয় বা আন্তর্জাতিক কোনো ফোরামে ন্যায়বিচার পাওয়ার আশা আমি আর করি না। কারণ আমরা দেখতে পাচ্ছি, সবাই তাকে সম্মানজনকভাবে গ্রহণ করতে প্রস্তুত।”
তিনি আরও উল্লেখ করেন, অনেক পশ্চিমা ও ইউরোপীয় রাষ্ট্র নেতানিয়াহুকে তাদের দেশে আমন্ত্রণ জানাচ্ছে এবং আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানা মানতে অস্বীকৃতি জানাচ্ছে।
আলবানিজ সতর্ক করে বলেন, ইসরায়েলি সরকার ও বসতি স্থাপনকারীরা গাজা ও দখলকৃত পশ্চিম তীরের আরও ভূমি দখল করে ইসরায়েলি রাষ্ট্রের সাথে একীভূত করার জন্য তাদের সম্প্রসারণবাদী লক্ষ্য বাস্তবায়ন করছে।
তিনি অভিমত ব্যক্ত করেন, ইসরায়েল ইউরোপের দুর্বলতা ও যুক্তরাষ্ট্রের আগ্রাসী অবস্থানের সুযোগ নিয়ে শুধু ফিলিস্তিন নয়, সমগ্র মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে। “লেবানন ও সিরিয়ায় তাদের আক্রমণ অব্যাহত রয়েছে। কেউ যদি মনে করে ইসরায়েল এখানেই থামবে, তা হবে বিলকুল বোকামি,” বলেন তিনি।
আলবানিজ ব্যাখ্যা করেন, “ইসরায়েল স্পষ্ট করে দিয়েছে যে তারা ভূমধ্যসাগর থেকে জর্দান নদী পর্যন্ত সমস্ত ভূমি চায়, যাতে তারা ইহুদি জাতির সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে পারে।”
তিনি আন্তর্জাতিক সম্প্রদায় ও বৈশ্বিক সংস্থাগুলোর প্রতি জোরালো আহ্বান জানান, যেন তারা এই পরিকল্পনা ব্যর্থ করতে আরও কার্যকর পদক্ষেপ নেয়। তার মতে, “আন্তর্জাতিক আইন অনুযায়ী আমাদের দখলদারিত্ব বন্ধ করতে হবে, গণহত্যা রোধ করতে হবে, বর্ণবাদ বন্ধ করতে হবে। কিন্তু এসবের জন্য প্রয়োজন রাষ্ট্রগুলোর রাজনৈতিক সদিচ্ছা, যা বর্তমানে অনুপস্থিত।”
Leave a Reply