সুধী সাংবাদিকবৃন্দ,
আসসালামু আলাইকুম। আমরা লক্ষ্য করছি যে, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ ছামছুল আলম ও অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ব্যক্তিগত আক্রোশ, ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন অভিযোগ তুলে কতিপয় সাংবাদিক ও কুচক্রিমহল সংবাদ প্রচার ও নানানভাবে অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। আমরা মনেকরি এটি অপসাংবাদিকত, ব্যক্তিগত আক্রোশ ও হীনমন্যতার বহিঃপ্রকাশ। আমরা কুমিল্লা সিটি কর্পোরেশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকশ্রেণি। আমাদের বিভিন্ন ন্যর্য দাবি-দাওয়া নিয়ে সময়ে সময়ে কর্তৃপক্ষের দারস্থ হই। কর্তৃপক্ষ যৌক্তিকতা ও মানবিক দিক বিবেচনা করে আমাদের দাবি-দাওয়া বিবেচনা করে থাকেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে, আমাদের শ্রমিকশ্রেণির জমায়েত বা উপস্থিতিকে কাজে লাগিয়ে ঘটনাস্থলে আকস্মিকভাবে উদ্ভুত হয়ে একশ্রেণির মিডিয়াকর্মী/সাংবাদিক উদ্দেশ্যমূলকভাবে আমাদেরকে উস্কানিমূলক ও আপত্তিকর প্রশ্নের মুখোমুখি করে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও কর্তপক্ষকে প্রশ্নবিদ্ধ করার হীনমন্যতা ও অপপ্রয়াস চালিয়ে যাচেছ। গত ২৫ মার্চ ২০২৪ তারিখ গণমাধ্যম সম্প্রচারে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ প্রচার করা হয়েছে। গত ০২ অক্টোবর ২০২৪ তারিখ আমাদের দৈনিক মজুরি ও অন্যান্য দাবি-দাওয়া ও সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য সকল শ্রমিকশ্রেণি নগর ভবনে একত্রিত হই। আমাদের দাবি যৌক্তিক বিবেচনা হওয়ায় এবং স্থানীয় নেতৃবৃন্দের সুপারিশে আমাদের মজুরি ও মৃত্যকালীন সুবিধা কর্তৃপক্ষ বৃদ্ধি করেছেন। এতে আমরা খুশি এবং সন্তুষ্টচিতে বাড়ি ফিরেছি এবং নিজ নিজ দায়িত্ব পালন করছি। কিন্তু দেখা গেছে, ঐ দিন একশ্রেণির মিডিয়াকর্মী/সাংবাদিক নগর ভবনে আকস্মিকভাবে আবির্ভূত হয় এবং ফটোশুট নিয়ে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে অবরুদ্ধ করা হয়েছে, প্রধান নির্বাহী কর্মকর্তা যোগসাজসে কুমিল্লায় দীর্ঘদিন চাকুরি করছেন, শ্রমিক মজুরি বাড়ানো গাফলতি করছেন- এ জাতীয় মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রচার করেছে। অথচ আমরা এ জাতীয় মিথ্যা তথ্যের সাথে জড়িত নাই। আমরা মনেকরি একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে এ জাতীয় ভিত্তিহীন সংবাদ প্রচারের ফলে উক্ত কর্মকর্তা জনাব মোঃ ছামছুল আলম পেশাগত দায়িত্বপালনে বিব্রত ও ব্যক্তিগত জীবনে অপূরণীয় ক্ষতির শিকার হচ্ছেন এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের সকল অর্জন ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। আমরা আরও লক্ষ্য করেছি, গত ১৯ মার্চ ২০২৫ তারিখ শ্রমিকশ্রেণি ঈদ বোনাস পাওয়ার আবদারে প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তরে সমবেত হলে একইভাবে তাৎক্ষণিক কয়েকজন সাংবাদিক ও মিডিয়াকর্মী আমাদের উপস্থিতিকে কাজে লাগিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তাকে হেয় প্রতিপন্ন করার জন্য ভিডিও ও ফটোশুট নিয়েছে। কথিত মিডিয়াকর্মীর অব্যাহতভাবে এ ধরণের আপত্তিজনক আচরণ, উদ্ভুত পরিস্থিতি ও আমাদেরকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচারে আমরা বিভ্রান্ত, হতবিহ্বল ও বিমর্ষ হয়ে পড়ি- যা কোনো ক্রমেই কাম্য নয়। কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারের কারণে আমাদের দৈনন্দিন কর্মপরিবেশ নষ্ট হচ্ছে এবং নাগরিকদের কাছে সিটি কর্পোরেশন সম্পর্কে বিরূপ মনোভাব তৈরী হচ্ছে, যা অনভিপ্রেত। আমরা কর্মকর্তা-কর্মচারী বিভিন্ন নাগরিক সেবা, উন্নয়ন কর্মকান্ড ও শ্রমিকশ্রেণি দিনরাত রাস্তা-ঘাট, ডাস্টবিন, ড্রেন, নালা-নর্দমার ময়লা আবর্জনা পরিষ্কার করি। এ ধরনের অমানবিক, কষ্টকর ও ঝুকিপূর্ণ কাজ করার পরও আমাদের উর্ধ্বতন কর্মকর্তা এবং সিটি কর্পোরেশনের ভাবমুর্তি ক্ষুণ্ণ হয়, এরুপ মিথ্যা অপবাদ ও বানোয়াট অভিযোগের দায় আমরা নিতে চাই না। কোনো সুনির্দিষ্ট, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্য অভিযোগ থাকলে কর্তৃপক্ষ তা তদন্ত করে প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করতে পারে।
প্রিয় সাংবাদিকবৃন্দ,
আমাদের দাবি ও উদাত্ত আহ্বান এই যে, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ ছামছুল আলম ও অন্যান্য কর্মকর্তা এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের বিরুদ্ধে গণমাধ্যম, সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও নেতিবাচক সংবাদ প্রচার বন্ধ করা হোক।
একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর বিনির্মাণ এবং নগরবাসীকে প্রতিনিয়ত সেবা প্রদানে আমরা বদ্ধপরিকর। কুমিল্লা সিটি কর্পোরেশনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আমরা সকল সাংবাদিক, মিডিয়াকর্মী ও নগরবাসীর সহযোগিতা কামনা করছি।
কুমিল্লা সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকশ্রেণি
Leave a Reply