স্টাফ রিপোর্টার:
১৮ মার্চ বিকাল ৪টায় কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে খেলাফত মজলিস কুমিল্লা মহানগরী সভাপতি মাওলানা সৈয়দ আব্দুল কাদের জামাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস বিন হাশেম এর পরিচালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী বলেন, সমাজে খুন ও ধর্ষণ বেড়ে গেছে। সরকারকে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও আইন শৃঙ্খলার উন্নতিতে আরো কঠোর হতে হবে। ইসলাম মানুষকে আল্লাহর হকের পাশাপাশি বান্দার হক সংরক্ষণের জন্যও তাকিদ দেয়। অন্য মানুষের অধিকার খর্ব করাকে ইসলাম কঠিন অপরাধ হিসেবে গণ্য করে। এসব অপরাধীর জন্য দুনিয়া ও আখিরাতে শাস্তি নির্ধারণ করেছে। ইসলাম চায় ভারসাম্যমূলক ও কল্যাণমূলক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে। মাহে রমজান সে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য মানুষকে প্রস্তুত করে। রমজান মুসলমানদের জীবনে আত্মিক পরিশুদ্ধতা নিয়ে আসে। এক মাস দিনের বেলায় উপবাস, শারিরীক চাহিদা নিয়ন্ত্রণ, রাতের বেলায় তারাবীহ ও তাহাজ্জুদ নামাযের কঠোর সাধনার মাধ্যমে একজন মুসলিম নিজের কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। শয়তানের প্ররোচনা থেকে মুক্তি লাভ করে মহান আল্লাহর প্রতি নিজেকে পরিপূর্ণ আত্মসমর্পণ করার সুযোগ লাভ করে। এই মাসে যথাযথ সিয়াম সাধনা সমাজ ও রাষ্ট্রে ইনসাফ এবং সাম্যের বার্তা দেয়, মিথ্যা ও অসত্য দূরীভূত করে। এই মাসে ঐশীগ্রন্থ আল-কুরআন নাযিল হয়েছে যা মানুষের জন্য পথপ্রদর্শক। তাই আমাদের সকলকে কুরআন চর্চা বাড়াতে হবে।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেফাজত ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল ইসলাম জিলানী, খেলাফত মজলিস এর কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য মাওলানা শরাফত আলী , কুমিল্লা মহানগরীর উপদেষ্টা ডা.সফিকুল হায়দার চৌধুরী,মাওঃ মফিজুল ইসলাম, কুমিল্লা মহানগরী সিনিয়র সহ সভাপতি মাওলানা জহিরুল ইসলাম সেলিম, মাওঃ আমির হামজা, জমিয়তে উলামায়ে ইসলামের বাংলাদেশ কুমিল্লা মহানগরী সেক্রেটারি মাহমুদুল হাসান জিহাদি, কুমিল্লা মহানগরী সহ সভাপতি ডা:আওরঙ্গজেব সেলিম, ইসলামী ছাত্র মজলিস কুমিল্লা মহানগরী সভাপতি মুহাম্মাদ ইকরামুল হক।
এছাড়াও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর সহ সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসেন শাহীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়জুর রহমান মাসউদ, বাইতুলমাল সম্পাদক মাওলানা খোরশেদ আলম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবুল কাশেম, উলামা বিষয়ক সম্পাদক মুফতী ইয়াকুব, ইসলামী যুব মজলিস কুমিল্লা মহানগরী সেক্রেটারি মাওলানা এমদাদ উল্লাহ, ইসলামী ছাত্র মজলিস কুমিল্লা মহানগরী সেক্রেটারি মুজাহিদুল ইসলাম জিহাদ, সহ বায়তুলমাল সম্পাদক মোঃ এরশাদ উল্লাহ, অফিস ও প্রচার মনির হোসাইন, নির্বাহী সদস্য মাওলানা জসিম উদ্দিন, হাফেজ কারী জামাল উদ্দিন, মাষ্টার হুমায়ন কবির স্বপন প্রমুখ।
Leave a Reply