বলিউড অভিনেত্রী কারিনা কাপুর এবং অভিনেতা শাহিদ কাপুর একসময় সম্পর্কে থাকলেও বিচ্ছেদের পর তাদের মধ্যে কোনো বন্ধুত্বই অবশিষ্ট ছিল না। ‘জব উই মেট’ সিনেমার পর তারা আর কখনও একসাথে দেখা করেননি। সেই সময় তাদের মধ্যে মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ ছিল। এই বিষয়টি হয়তো আজও অনেকেরই অজানা।
দীর্ঘদিন ধরে তারা প্রত্যেকে নিজ নিজ জীবন নিয়ে ব্যস্ত ছিলেন। কিন্তু হঠাৎ করেই গত শনিবার (৮ মার্চ) জয়পুরে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কারিনা কাপুর খান এবং শাহিদ কাপুর। অনুষ্ঠানের মঞ্চে তাদের পাশাপাশি দাঁড়িয়ে কথা বলতে দেখা গেছে। এই ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে মজার একটি পোস্ট করেছেন কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকী। তিনি শাহিদ এবং তার স্ত্রী মীরা কাপুরকে নিয়ে হাসির ছলে মন্তব্য করেছেন। মুনাওয়ার বলেছেন, শাহিদের বাড়িতে নাকি বড়সড় ঝগড়া বাঁধতে চলেছে। তিনি নিজেও এই বিষয়ে প্রমাদ গুনছেন।
সামাজিক মাধ্যমে সেই পোস্টে মুনাওয়ার লিখেছেন— “শাহিদ কাপুরের বাড়িতে আজ ঝগড়া হবে।” কারিনা ও শাহিদের সম্পর্ক নিয়ে একসময় বলিউডে অনেক আলোচনা হতো। তাদের উষ্ণ চুম্বনের দৃশ্য নিয়েও অনেক চর্চা হয়েছিল। সেই সাবেক প্রেমিকার সঙ্গে দেখা হওয়া, আলিঙ্গন এবং হাসিমুখে কথা বলা—এই বিষয়টি কি আদৌ ভালোভাবে নেবেন শাহিদের স্ত্রী মীরা কাপুর? নাকি শাহিদের সঙ্গে সাংসারিক কলহ হবে? এই প্রশ্নই মজা করে উসকে দিয়েছেন মুনাওয়ার। কৌতুকশিল্পীর এই পোস্টে অনেকেই সম্মতি জানিয়েছেন। সামাজিক মাধ্যমে হাসির রোল উঠেছে।
শাহিদ এবং কারিনার ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। সাবেক এই তারকা জুটির অভিব্যক্তি দেখে অনুরাগীদের ধারণা— মুখোমুখি হওয়ার পর প্রথমে তারা বেশ অস্বস্তিতে পড়েছিলেন। কী করবেন বুঝে উঠতে পারছিলেন না। কিন্তু সামনে তাক করা অজস্র ক্যামেরা। তাই পরিস্থিতি সামাল দিতে কথা বলা এবং পরস্পরকে আলিঙ্গন করার বিষয়ে উদ্যোগী হয়েছিলেন কারিনাই। শাহিদও তার এই উদ্যোগে সাড়া দিয়েছিলেন।
Leave a Reply