স্টাফ রিপোর্টার:
কুমিল্লা আদর্শ সদর উপজেলা পাঁচথুবী ইউনিয়নের হানকির জলায় অবৈধভাবে ফসলি মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩ টি ড্রাম ট্রাক জব্দ এবং একজন কে আটক করেছে আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি তানজিলা জাহান।
৮ মার্চ শনিবার বিকাল চারটায় অভিযানে সহযোগিতা করেছেন সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি তানজিলা জাহান বলেন, আমরা দীর্ঘদিন যাবত এই জায়গাটার একটা অভিযোগ পাচ্ছিলাম। তারা দিনের বেলায় ও মাটি কাটে। জায়গাটা যেহেতু একদম সীমান্তবর্তী তাই এখানে সাধারণ লোকজন আসে না। সেকারনেই তারা দিনে দুপুরে এই ডাকাতিটা করছে। আমরা আমাদের সোর্সের ভিত্তিতে এই অভিযানটা পরিচালনা করেছি। বিজিবি আমাদেরকে সাহায্য করেছে। পুলিশ ও রয়েছে। সীমান্তের কাছাকাছি হওয়াতে সেনাবাহিনী আসতে না পারলেও তারা আমাদের সহযোগিতা করছে। আসার পর এক ভয়ংকর অবর্ননীয় ব্যাপার দেখতে পেলাম। তারা মাটি কাটতে কাটতে ৩০ ফুট গভীর খাদ করে ফেলছে। যেটা আসলে কখনোই অনুমতি দেওয়ার কথা না। এখানে সুনির্দিষ্ট দুয়েকটা জায়গায় অনুমতি ছিল তা কাটা শেষ হয়ে গেছে। বাকি কোনটার অনুমতি দেওয়া নাই। আর এগুলা কখনো অনুমতি দেওয়ার মতো না। তাই আমাদের এই অভিযানটি অব্যহত থাকবে। আমরা কতগুলা ট্রাক জব্দ করেছি। এর মধ্যে অনেক ড্রাইভার পালিয়ে গেছে।
এর আগে, ৭ মার্চ ২০২৫ তারিখে দুপুর ২টায় বিজিবি,পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাচঁথুবীর হানকিজলা নামক স্থানে ২টি ভেকুর ব্যাটারি জব্দ করা হয়। ০৩টি ড্রাম ট্রাক জব্দ করা হয়।ড্রাম ট্রাকগুলোর ০১ জন মালিক কে আটক করা হয়।
উক্ত ভ্রাম্যমাণ আদালত আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তানজিনা জাহান এর নেতৃত্বে পরিচালিত হয়।
জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে।
Leave a Reply