স্টাফ রিপোর্ট:
মঙ্গলবার রাত ১২ টায় গোমতী নদী পালপাড়া ব্রীজ সংলগ্ন এলাকায় প্রায় তিন ঘণ্টার এই অভিযানটি পরিচালনা করা হয়। অভিযান তুই পরিচালনা করেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান।
কুমিল্লা জেলা প্রশাসনের নির্দেশনায় কুমিল্লা আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহানের নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে ০৩টি ড্রাম ট্রাক, ০২টি বড় ট্রাক, ০১টি ট্রাক্টর জব্দ করা হয়েছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ২জন কে ১ মাস করে কারাদন্ড প্রদান করা হয় এবং আরও সড়ক পরিবহণ আইন ২০১৮ অনুযায়ী ৪টি মামলা তে ১১০০০০ টাকা অর্থদন্ড করা হয় । ট্রাক্টর গুলো মাটি ভর্তি অবস্থায় জব্দ করা হয়েছে।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান জানান, উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে দিনে বা রাতে কোন প্রকার মাটি বা বালু কেটে বিক্রি করা যাবে না। উপজেলা প্রশাসন এ বিষয়ে সব সময় কড়া নজরদারি রেখেছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply