স্টাফ রিপোর্টার:
১০ ফেব্রুয়ারি উপজেলা প্রশাসন, বুড়িচং এবং পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে অবৈধ ইটভাটার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে শরিফপুর, জিয়াপুর এলাকায় অবস্থিত মেসার্স মাহবুবুর রহমান ভূইয়া ব্রিকস নামক একটি অবৈধ ইটভাটা বন্ধ করে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৫(১), ৮(৩), ১৫(১) ও ১৮(২) অনুযায়ী অনুমতিবিহীন মাটিকাটা এবং নিষিদ্ধ এলাকায় ইটভাটা পরিচালনার অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে এ অভিযান চালানো হয়। অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন সোনিয়া হক, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বুড়িচং। এ সময় পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক জোবায়ের হোসেন মোবাইল কোর্টে প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন।
অভিযান চলাকালে বুড়িচং থানার পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে। পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, অবৈধ ইটভাটা পরিবেশের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। এর ফলে মাটির উর্বরতা নষ্ট হয়, বায়ুদূষণ বৃদ্ধি পায় এবং জনস্বাস্থ্য ঝুঁকিতে পড়ে। তাই সরকারি নিয়ম মেনে ইটভাটা পরিচালনা এবং পরিবেশ সুরক্ষায় সকলের সহযোগিতা কামনা করেছেন স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।
Leave a Reply