স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চান্দিনা ও ব্রাহ্মণপাড়া উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। ৮ ফেব্রুয়ারি পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান চালানো হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৫ (২), ৮ (৩), ১৫ (২) ও ১৮ (২) অনুযায়ী নিষিদ্ধ এলাকায় অবস্থিত ও অনুমতিবিহীন মাটি কাটার অভিযোগে এই অভিযান পরিচালিত হয়।
চান্দিনা উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। মেসার্স নিউ রয়েল থ্রি স্টার ব্রিকস, মাইজখার, বদরপুর, চান্দিনা নামক ইটভাটাটি পরিচালনার অভিযোগে ২ লাখ টাকা জরিমানা ধার্য করা হয়। এছাড়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পানি দিয়ে আগুন নিভানো হয় এবং ইটভাটাটি সম্পূর্ণরূপে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
অপরদিকে, মেসার্স নিউ রয়েল ব্রিকস, বল্লারচর, বদরপুর, চান্দিনা নামক ইটভাটাটি পরিচালনার অভিযোগে ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং ইটভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
এই অভিযানে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন। প্রসিকিউশন দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক জোবায়ের হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র কেমিস্ট মোঃ রায়হান মোর্শেদ, হিসাব রক্ষক তোফায়েল হোসেন মজুমদার এবং নমুনা সংগ্রহকারী মোবারক হোসেন। সার্বিক সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনী, চান্দিনা থানা পুলিশ, ফায়ার সার্ভিস এবং পল্লী বিদ্যুৎ চান্দিনা উপজেলা।
একই দিনে ব্রাহ্মণপাড়া উপজেলায়ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়। মেসার্স এ বি সি ব্রিকস, মাধবপুর, মীরপুর, ব্রাহ্মণপাড়া নামক ইটভাটায় ১ লাখ টাকা জরিমানা ধার্য করা হয়। এছাড়া মেসার্স রিতু ব্রিকস, মুকিমপুর, মাধবপুর, ব্রাহ্মণপাড়া নামক ইটভাটায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ইটভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
এই অভিযানে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান। প্রসিকিউশন দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মোঃ রায়হান মোর্শেদ। এ সময় উপস্থিত ছিলেন পরিদর্শক জোবায়ের হোসেন, হিসাব রক্ষক তোফায়েল আহমেদ মজুমদার এবং নমুনা সংগ্রহকারী মোবারক হোসেন। সার্বিক সহযোগিতা প্রদান করেন ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।
পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয় জানিয়েছে, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন ও পরিচালনা রোধে কঠোর নজরদারি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply