ডেস্ক রিপোর্ট:
সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনকে আহ্বায়ক ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সদস্য সচিব করে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।কমিটিতে অন্যদের মধ্যে রয়েছেন ১ নম্বর যুগ্ম-আহ্বায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম ও যুগ্ম-আহ্বায়ক আমিরুজ্জামান আমীর এবং সদস্য হিসেবে রয়েছেন বিলুপ্ত কমিটির আহ্বায়ক হাজী আমিন-উর রশীদ ইয়াছিন।
প্রসঙ্গত, ২০২২ সালের ৩০ মে কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিন-উর রশীদ ইয়াছিনকে আহ্বায়ক ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিনকে সদস্য সচিব করে ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। পরে গত ২ জানুয়ারি ওই কমিটি বিলুপ্ত করা হয়। বিলুপ্তের এক মাস পর নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে দলটি।
Leave a Reply