ডেস্ক রিপোর্ট:
ধানুশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে হেরে গেলেন নয়নতারা। গত বছর নভেম্বরে ধানুশ নয়নতারার বিরুদ্ধে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ এনে মামলা করেছিলেন। এর ফলে দক্ষিণ ভারতীয় এই দুই তারকা আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েন।
মাদ্রাজ হাইকোর্টের রায়ে দুই মাসের এই লড়াইয়ে জয়ী হলেন অভিনেতা ও প্রযোজক ধানুশ। কপিরাইট আইন লঙ্ঘনের মামলায় নয়নতারার বিরুদ্ধে ধানুশের জয়ী হওয়ার খবর জানা গেছে। সম্প্রতি নয়নতারার পক্ষে নেটফ্লিক্স ইন্ডিয়ার করা মামলাটি বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন মাদ্রাজ হাইকোর্ট।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, লেডি সুপারস্টার নামে পরিচিত অভিনেত্রী নয়নতারা তার অভিনয় জীবনের সফর নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করেছিলেন। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরিটেল’ নামের এই ডকুমেন্টারিতে ধানুশ প্রযোজিত ‘নাম রাউডি ধান’ সিনেমার ৩ সেকেন্ডের ভিডিও ফুটেজ ব্যবহার করা হয়েছিল। ধানুশের অভিযোগ, তার অনুমতি ছাড়াই এই ফুটেজ ব্যবহার করা হয়েছে, যা কপিরাইট আইন লঙ্ঘনের শামিল। এ বিষয়ে আইনজীবীর মাধ্যমে নয়নতারাকে সতর্ক করা হয়েছিল।
একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে ডকুমেন্টারি থেকে ধানুশের সিনেমার ফুটেজ সরিয়ে ফেলার আলটিমেটাম দেওয়া হয়েছিল। না হলে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ দিতে হবে বলেও জানানো হয়েছিল। কিন্তু নয়নতারা এই আলটিমেটাম মানেননি।
বরং ইনস্টাগ্রামে এক খোলা চিঠিতে ধানুশের দাবিকে ‘অত্যন্ত নিচু মানসিকতা’ বলে উল্লেখ করেছিলেন। এই ঘটনায় ধানুশ ক্ষুব্ধ হন এবং অভিনয় জগতের দুই সতীর্থ নয়নতারা ও তার স্বামী ভিগনেশ শিবান এবং তাদের প্রোডাকশন হাউস রাউডি পিকচার্সকেও বিবাদী করে মামলা দায়ের করেন।
Leave a Reply