1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সংবাদ শিরোনাম:

আবারও খাল কেটে বাড়তি পানির ব্যবস্থা করতে হবে: তারেক রহমান

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৬ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভারতের বিভিন্ন বাঁধ নির্মাণের ফলে আমাদের প্রধান নদীগুলো শুকিয়ে গেছে। ফলে চাষাবাদে সমস্যা দেখা দিয়েছে। ভারত যে বাঁধ দিচ্ছে সেটি আন্তর্জাতিক আইনের লংঙ্ঘন। তাই আন্তর্জাতিক অঙ্গনে এটি উপস্থাপন করতে হবে। বিগত সময়ে আমাদের সরকারের আমলে বিষয়টি জাতিসংঘে উপস্থাপিত হয়েছিল।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে মাগুরা নোমানী ময়দানের মিলনায়তনে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের দিনব্যাপী কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় তারেক রহমান বলেন, শহিদ জিয়া সরকার আমলে খাল কাটা কর্মসূচি বাস্তবায়িত হয়েছিল। যা এখন ভরাট হয়ে গেছে। একই সঙ্গে দেশের ছোট নদীগুলো ভরাট হয়ে গেছে। বিগত পতিত সরকারের সময় নদী-খাল খনন কেমন হয়েছিল আপনারা জানেন। আমাদের এই অবস্থার উন্নয়ন ঘটাতে হবে। আবার খাল কেটে বাড়তি পানির ব্যবস্থা করতে হবে। যা শুকনো মৌসুমে কাজে লাগবে।

তিনি আরও বলেন, বিগত সরকার আমলে বিভিন্ন অনুষ্ঠানে ভারতীয় শিল্পীদের এনে দেশি শিল্পীদের অবজ্ঞা করা হয়েছে। এখন দেখছি পাকিস্তান, ইসলামাবাদ থেকে শিল্পী আনা হচ্ছে। এ কারণে গত ১৬ ডিসেম্বর আমরা ‘সবার আগে বাংলাদেশ’ এই শিরোনামে দেশি শিল্পীদের নিয়ে অনুষ্ঠান করেছি। এটি অব্যাহত রেখে আমাদের সংস্কৃতিতে বিদেশি আগ্রাসন প্রতিহত করতে হবে।

কর্মশালায় জেলা বিএনপির কেন্দ্রীয় উপদেষ্টা ইসমাইল জবিউল্লা, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক এবিএম মোশারফ হোসেন, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিদ্র ইসলাম অমিত, কেন্দ্রীয় সহকারী প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহানা আক্তার, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক মাহমুদা হাবিবা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews