স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দেবিদ্বারে চোরের পেছনে ধাওয়া করতে গিয়ে মোঃ মহিউদ্দিন ভূঁইয়া নামে এক কনস্টেবল মারা গেছেন। মঙ্গলবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
মহিউদ্দিন ভূঁইয়া (৫৯) দেবিদ্বার থানায় কর্মরত ছিলেন। তিনি জেলার মুরাদনগর উপজেলার গাইটুলী গ্রামের বাসিন্দা। তিনি দুই ছেলে ও দুই মেয়ের বাবা। তার মৃত্যুতে দেবিদ্বার থানা এবং তার নিজ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বারুর এলাকায় মসজিদের মাইক চুরি করেন রুবেল মিয়া নামের এক যুবক। স্থানীয়রা তাকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে সহকর্মীদের সঙ্গে ঘটনাস্থলে যান মহিউদ্দিন। গণধোলাইয়ের শিকার ওই চোরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে চোর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মহিউদ্দিন তাকে আটক করতে পেছন থেকে ধাওয়া করেন। এ সময় তিনি হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দেবিদ্বার থানার ওসি সামছুদ্দিন ইলিয়াস বলেন, বারুর এলাকায় চোর সন্দেহে গণধোলাইয়ের শিকার যুবককে উদ্ধার করে নিয়ে আসেন মহিউদ্দিন ও তার সহকর্মীরা। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চোর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মহিউদ্দিন তাকে ধাওয়া করেন। এ সময় তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। তাকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, মহিউদ্দিনের চাকরির মেয়াদ আর ছয় মাস ছিল। ছয় মাস পর তিনি অবসরে যাওয়ার কথা ছিল।
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মহিবুস সালাম বলেন, আহত চোরকে চিকিৎসা শেষে সিএনজিতে তোলার সময় সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাকে ধরতে পেছন থেকে ধাওয়া করেন মহিউদ্দিন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Leave a Reply