ডেস্ক রিপোর্ট:
হোয়াটসঅ্যাপ আইওএস ব্যবহারকারীদের জন্য এক নতুন ফিচার আনতে কাজ করছে, যা একই ডিভাইসে একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ দেবে। জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটির আপডেট সংক্রান্ত তথ্য দিয়েছে হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েবেটাইনফো।
এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা একই ফোনে ব্যক্তিগত এবং অফিসিয়াল অ্যাকাউন্ট আলাদাভাবে পরিচালনা করতে পারবেন। প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা সেটিংস এবং তথ্য ব্যবহারের সুযোগ থাকবে। আইওএস ২৫.২.১০.৭০ সংস্করণে এ ফিচার অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বর্তমানে অ্যাপলের ‘টেস্টফ্লাইট’ প্রোগ্রামের বেটা পরীক্ষকদের জন্য উন্মুক্ত। নতুন অ্যাকাউন্ট যোগ করতে কেবল কিউআর কোড স্ক্যান করলেই হবে।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এ ফিচার প্রায় এক বছর আগে চালু হলেও আইওএসে এটি নতুন সংযোজন। অ্যান্ড্রয়েড ডিভাইসে এ ফিচার ব্যবহারের জন্য ডুয়াল সিম প্রয়োজন, কারণ প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা ফোন নম্বর লাগে। যদিও হোয়াটসঅ্যাপ বিজনেস ব্যবহারকারীদের জন্য আলাদা অ্যাপের সুবিধা আগে থেকেই ছিল, এবার মূল অ্যাপে একাধিক অ্যাকাউন্ট পরিচালনার সুবিধা যুক্ত হচ্ছে।
নতুন এই আপডেট ব্যবহারকারীদের ব্যক্তিগত ও পেশাগত জীবনকে পৃথক রাখার পাশাপাশি সময় বাঁচাতে এবং কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করবে।
প্রযুক্তিভিত্তিক সাইট এনগ্যাজেট জানিয়েছে, হোয়াটসঅ্যাপের এ আপডেট আইফোন ব্যবহারকারীদের জন্য একটি বড় ধরনের উন্নয়ন। শিগগিরই এটি সকলের জন্য উন্মুক্ত হবে, যা আইফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আরও সহজ এবং কার্যকর করবে।
Leave a Reply