ডেস্ক রিপোর্ট:
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দাবি ছড়ানো হচ্ছে যে, মাশরাফি বিন মোর্ত্তজা, সাবেক ক্রিকেটার এবং সংসদ সদস্য, মারা গেছেন। দাবি করা হচ্ছে যে, তিনি দুবাইতে একটি গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, মাশরাফি বিন মোর্ত্তজার মৃত্যুর খবরটি সত্য নয়। কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়া এই ভুয়া খবরটি ছড়ানো হচ্ছে।
এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধানে দেশীয় কিংবা আন্তর্জাতিক কোনো সংবাদ মাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে মাশরাফির দুবাইয়ে অবস্থান বা তার মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে জনসমক্ষে আর দেখা যায়নি মাশরাফিকে। তবে চলমান বিপিএলে সিলেট স্ট্রাইকারসের হয়ে খেলার কথা ছিল তার, কিন্তু ফিটনেসের অভাবে এখনও সেটা সম্ভব হয়নি, এমনটি জানিয়েছেন সিলেট স্ট্রাইকারসের কোচ মাহমুদ ইমন।
অতএব, মাশরাফি বিন মোর্ত্তজা মারা গেছেন, এমন দাবি সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া।
Leave a Reply