স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
২০ জানুয়ারি বিকেলে অভিযানটি পরিচালনা করা হয়।
অভিযানে, রানিরবাজারের হোম স্টপকে বিএসটিআই-এর অনুমোদন ছাড়া বিভিন্ন আমদানিকৃত খাদ্যপণ্য বিক্রি ও বিতরণের দায়ে ২৫,০০০ টাকা জরিমানা করা হয়। এবং কান্দিরপাড়ে টপ টেন মার্ট লিমিটেডকে শ্যাম্পু, ফেস ওয়াশসহ বিভিন্ন প্রসাধনী বিএসটিআই অনুমোদন ছাড়া বিক্রি ও বিতরণের অপরাধে ২৫,০০০ টাকা জরিমানা করা হয়।
উক্ত অভিযান পরিচালনা করেন কুমিল্লার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার শিফা। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা অফিসের ফিল্ড অফিসার ইকবাল আহাম্মদ। অভিযানটি সার্বিকভাবে সহযোগিতা করেন উপপরিচালক কে. এম. হানিফ ও পরিদর্শক আরিফ উদ্দিন প্রিয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
Leave a Reply