1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন

ইইউ দূতের সঙ্গে বিএনপির বৈঠক

  • আপডেটের সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৪ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে।

রোববার (১২ জানুয়ারি) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ইইউর রাষ্ট্রদূত বিএনপি অফিস পরিদর্শন করেছেন এবং এ সময় আমরা কয়েকজন উপস্থিত ছিলাম।

বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আমির খসরু বলেন, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যে আলোচনা হওয়ার কথা ছিল, সেগুলিই হয়েছে। প্রথম বিষয় ছিল নির্বাচন, কবে নির্বাচন হবে। দ্বিতীয় বিষয় ছিল বাংলাদেশের অর্থনীতি, যেহেতু ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় বিষয় ছিল সংস্কার, এবং সংস্কারের ব্যাপারে বিএনপির চিন্তা-ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, মূলত আগামী নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে। আমাদের পক্ষ থেকে বারবার যা বলে আসছি, তা হল, এই বছরের মধ্যে নির্বাচন সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি। অন্য কোনো দৃষ্টিভঙ্গিতে না গিয়ে সরাসরি জাতীয় নির্বাচন করে আগামী নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিত, যাতে গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় থাকে। অগণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দেশ চলতে পারে না, কারণ অগণতান্ত্রিক সরকারের জনগণের সঙ্গে সম্পর্ক ও রাজনৈতিক গ্রহণযোগ্যতা থাকে না। তাই আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া দিকে এগিয়ে যাওয়ার উপর জোর দিয়েছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews