স্টাফ রিপোর্টার:
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বিজিবি’র টহলদল পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে গত এক দিনে প্রায় ১ কোটি ১০ লক্ষ ১৯ হাজার ৭৯৪ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে।
আটককৃত পণ্য সামগ্রীর মধ্যে রয়েছে মোবাইল ফোন, মোবাইল ডিসপ্লে, আতশবাজি এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। এসব মালামাল সীমান্ত এলাকা থেকে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসার সময় আটক করা হয়।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ (বিজিবিএমএস, পিবিজিএমএস, পিএসসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিজিবি’র সীমান্ত এলাকায় চোরাচালান রোধে নিয়মিতভাবে অভিযান পরিচালিত হচ্ছে। এসব অভিযানের অংশ হিসেবে সীমান্তে টহল জোরদার করা হয়েছে এবং বিজিবি সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন।
উল্লেখ্য, বিজিবি সীমান্ত এলাকাকে চোরাচালানমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। বিজিবি’র এই ধরনের কার্যক্রমে সীমান্ত এলাকায় চোরাচালানের প্রবণতা কমেছে বলে স্থানীয়রা মনে করছেন।
অধিনায়ক লে. কর্নেল জাহিদ পারভেজ আরও জানান, বিজিবি দেশের সুরক্ষা ও সীমান্তে শান্তি বজায় রাখতে বদ্ধপরিকর এবং চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে থাকবে।
Leave a Reply