ডেস্ক রিপোর্ট:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে পৌঁছেছেন। লন্ডনে পৌঁছানোর পরপরই খালেদা জিয়াকে স্বাগত জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ সাত বছর পর মাকে পেয়ে ছেলে তারেক রহমান আবেগে জড়িত হয়ে তাকে জড়িয়ে ধরেন। এই দৃশ্যটি মুহূর্তেই লন্ডনের হিথ্রো বিমানবন্দরে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে মা-ছেলের ছবি।
তারেক রহমানের পর খালেদা জিয়াকে জড়িয়ে ধরেন পুত্রবধূ ডা. জোবাইদা রহমান।
বাংলাদেশ সময় বুধবার দুপুর ২টা ৫৮ মিনিটে খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছান। তাকে ফুলেল শুভেচ্ছা জানান যুক্তরাজ্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান।
বিমানবন্দরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর তাকে হাসপাতালে ভর্তি করা হতে পারে। এজন্য বিশেষভাবে প্রস্তুত রাখা হয়েছে একটি অ্যাম্বুলেন্স।
এর আগে, মঙ্গলবার রাত সোয়া ৮টার পর খালেদা জিয়ার গাড়িবহর গুলশানস্থ বাসা ফিরোজা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়। রাত ১০টা ৫৫ মিনিটে তিনি বিমানবন্দরে পৌঁছান। তাকে বিদায় জানাতে গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ব্যানার-ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং দলের চেয়ারপারসনকে শুভেচ্ছা জানান।
Leave a Reply