ডেস্ক রিপোর্ট:
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, কোনো প্রকৃত বন্ধু রাষ্ট্র বাংলাদেশে জনগণের ওপর হত্যাকাণ্ড চালানো শেখ হাসিনাকে আশ্রয় দিতে পারে না। তিনি অভিযোগ করেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনার সরকার হত্যাযজ্ঞ চালিয়েছে। অথচ সেই হত্যাকারীকে আশ্রয় দিয়েছে আরেকটি হত্যাকারী রাষ্ট্র ভারত, যারা সীমান্তে ফেলানীকে হত্যা করেছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে ফেলানী হত্যা দিবস উপলক্ষে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের আয়োজিত নাগরিক সমাবেশে এসব কথা বলেন তিনি।
শামসুজ্জামান দুদু বলেন, “বাংলাদেশ ভারতকে বন্ধু রাষ্ট্র হিসেবে মনে করে। কিন্তু ভারত বাংলাদেশকে কখনো প্রকৃত বন্ধু রাষ্ট্র হিসেবে মূল্যায়ন করেনি। ভারতের পদক্ষেপগুলো কখনোই বন্ধুত্বপূর্ণ নয়।”
তিনি আরও বলেন, “১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শেষে পাকিস্তানিরা ফেলে যাওয়া অস্ত্র ভারত লুটপাট করে নিয়ে যায়। বিভিন্ন সময়ে বাংলাদেশের সম্পদও লুট করেছে তারা। অথচ ভারত নিজেদের বন্ধু দাবি করে।”
তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “যথাসময়ে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে। ড. মুহাম্মদ ইউনূস যে প্রস্তাব দিয়েছেন, সেই অনুযায়ী বছর শেষে বা আগামী বছরের শুরুতে নির্বাচন হলে দেশের চলমান সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।”
দক্ষিণ এশিয়ার জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, “জিয়াউর রহমান সার্ক গঠনে উদ্যোগ নিয়েছিলেন। ভুটান, নেপাল ও আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেছিলেন। কিন্তু ভারতের অসহযোগিতার কারণে সার্ক আজ বিলুপ্তির পথে।”
নাগরিক সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান প্রমুখ।
Leave a Reply