স্টাফ রিপোর্টার:
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক এক দিনে ১ কোটি টাকারও বেশি মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্য আটক করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) বিশেষ টহলদল সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা সর্বমোট ১ কোটি ১ লাখ ৮ হাজার ১৭৫ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্য জব্দ করেন।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে মাদকদ্রব্য, অবৈধ পণ্যসামগ্রী ও অন্যান্য চোরাচালানী মালামাল। বিজিবি সূত্র জানায়, সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান চালিয়ে আসছে এবং এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
কুমিল্লা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ, বিজিবিএমএস, পিবিজিএমএস, পিএসসি বলেন, “সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
বিজিবি সূত্রে আরও জানা যায়, আটককৃত মাদক ও পণ্য আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তর করা হবে।
Leave a Reply