স্টাফ রিপোর্টার:
চলমান শীতে বিজিবি কর্তৃক বাংলাদেশের সকল সীমান্তবর্তী এলাকার গরীব, দুস্থ, অসহায় এবং শীতার্ত মানুষের মাঝে শীতকালীন কম্বল বিতরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সেক্টর সদর দপ্তর, কুমিল্লা এবং কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর ব্যবস্থাপনায় বিবিরবাজার সীমান্তবর্তী এলাকার গরীব, দুস্থ , অসহায় ও শীতার্তদের মাঝে সর্বমোট ২০০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
কুমিল্লা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ রেজাউল কবির বর্ণিত স্থানে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
এই সময়ে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অন্যান্য অফিসার এবং বিজিবি সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অন্যান্য সীমান্তবর্তী এলাকাতেও এই কর্মসূচী চলমান থাকবে।
Leave a Reply