ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশে সাবেক আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সঙ্গে সংশ্লিষ্ট একজন ডেভেলপার থেকে লন্ডনে ফ্ল্যাট উপহার পাওয়ার ঘটনায় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ক্রমবর্ধমান তদন্ত চলছে। এই ঘটনায় তিনি আরও বেশি চাপের মধ্যে পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে। ৪ জানুয়ারি শনিবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
টিউলিপ সিদ্দিক ২০০৪ সালে কিংস ক্রসের কাছে একটি দুই বেডরুমের অ্যাপার্টমেন্ট পেয়েছিলেন, যেখানে কোনো অর্থ খরচ করতে হয়নি। এই তথ্য গত শুক্রবার ফিন্যান্সিয়াল টাইমস প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটি জানায়, এই তথ্য ল্যান্ড রেজিস্ট্রি ফাইলিংয়ের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত হয়েছে।
ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের কিংস ক্রস এলাকায় অবস্থিত দুই শয্যাবিশিষ্ট ফ্ল্যাটটি ২০০৪ সালে টিউলিপ সিদ্দিককে উপহার দিয়েছিলেন আবদুল মোতালিফ নামে এক ডেভেলপার। মোতালিফ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।
টিউলিপ সিদ্দিক বর্তমানে ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার সদস্য এবং তিনি ইকনোমিক সেক্রেটারি টু দি ট্রেজারি ও সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাজ হচ্ছে যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি নিয়ন্ত্রণ করা। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, এই বিষয়ে মন্তব্য জানাতে যোগাযোগ করা হলেও টিউলিপ সিদ্দিক তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।
Leave a Reply