1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:৩২ পূর্বাহ্ন

পিএসএলের ড্রাফটে বাংলাদেশের ৮ জনসহ যারা

  • আপডেটের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৪ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর শুরু হওয়ার কথা আগামী এপ্রিলে। তার আগেই চলতি মাসের ১১ তারিখ হয়ে যাবে টুর্নামেন্টের ড্রাফট। বেলুচিস্তানের নান্দনিক সৌন্দর্য্যের শহর গোয়াদরে অনুষ্ঠিত হবে এই ড্রাফট। টুর্নামেন্টের ড্রাফটে বাংলাদেশের ৮ ক্রিকেটারসহ অনেককে জায়গা দেওয়া হয়েছে টুর্নামেন্টেরশীর্ষ দুই ক্যাটাগরি প্লাটিনাম ও ডায়মন্ডে রাখা হয়েছে তাদের।

শীর্ষ দুই ক্যাটাগরিতে কোন দেশের কোন খেলোয়াড়:

বাংলাদেশ: মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও তাওহিদ হৃদয়।

আফগানিস্তান: মুজিব উর রহমান, নাভিন-উল হক, মোহাম্মদ নবী, হযরতুল্লাহ জাজাই, কায়েস আহমদ ও নাঙ্গেলিয়া খারোতে।

অস্ট্রেলিয়া: ডেভিড ওয়ার্নার, কুপার কনোলি, ম্যাথিউ শর্ট, রাইলি মেরেডিথ, শন অ্যাবট, উইলিয়াম সাদারল্যান্ড, মার্ক স্টেকিটি, অ্যাশটন অ্যাগার, ড্যানিয়েল সামস, জেসন বেহরেনডর্ফ, ক্রিস লিন, ময়েসেস হেনরিকস, অ্যাশটন টার্নার, অ্যালেক্স ক্যারি, জশ ফিলিপ, বেঞ্জামিন ডার্শুইস, তানভীর সাংঘা ও জেক লেম্যান।

ইংল্যান্ড: টম কোহলার-ক্যাডমোর, স্যাম বিলিংস, জেসন রয়, জো ক্লার্ক, টম কারেন, টাইমাল মিলস, অ্যালেক্স হেলস, লরি ইভান্স, ডেভিড মালান ও লুক উড।

নিউজিল্যান্ড: ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, ড্যারিয়েল মিচেল, জিমি নিশাম, অ্যাডাম মিলনে, টিম সাউদি, মাইকেল ব্রেসওয়েল, মার্টিন গাপটিল, এজাজ প্যাটেল, কলিন ডি গ্র্যান্ডহোম ও ইশ সোধি।

দক্ষিণ আফ্রিকা: রাসি ভ্যান ডের ডুসেন, রিজা হেন্ড্রিক্স, করবিন বশ, ডোয়াইন প্রিটোরিয়াস, জর্জ লিন্ডে, নান্দ্রে বার্গার, ডুয়ান জানসেন, টেম্বা বাভুমা ও উইয়ান মুল্ডার।

শ্রীলংকা: চারিথ আসালাঙ্কা, কুসল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, আবিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসে, চামিকা করুণারত্নে, দাসুন শানাকা, দিনেশ চান্দিমাল, দুনিথ ওয়েললাগে, লাহিরু কুমারা, পাথুম নিসাঙ্কা ও কুসল পেরেরা।

মার্কিন যুক্তরাষ্ট্র: অ্যান্ড্রিস গাউস ও কোরি অ্যান্ডারসন।

ওয়েস্ট ইন্ডিজ: জেসন হোল্ডার, এভিন লুইস, ম্যাথিউ ফোর্ড, কাইল মায়ার্স, আন্দ্রে ফ্লেচার, ওবেদ ম্যাককয়, ব্র্যান্ডন কিং, ফ্যাবিয়ান অ্যালেন, ডমিনিক ড্রেকস, শামার স্প্রিংগার ও হেইডেন ওয়ালশ জুনিয়র।

জিম্বাবুয়ে: রায়ান বার্ল ও ব্লেসিং মুজারাবানি।

এছাড়াও আগে থেকেই ক্রিকেটার ধরে রাখার সুযোগ ছিল। কোনো একটি দলকে সর্বোচ্চ ৮ জনকে ধরে রাখার সুযোগ দেওয়া হয়েছে এবার। সেই সুযোগ কাজে লাগিয়ে অনেক বিদেশি ক্রিকেটারকেও ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তাদের নাম স্বাভাবিকভাবেও ড্রাফটে রাখা হয়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews