1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:০৩ পূর্বাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকার বাজার নিয়ন্ত্রণে কিছুই করতে পারেনি: দুদু

  • আপডেটের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৪ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তীকালীন সরকার বাজার নিয়ন্ত্রণে কোন কিছুই করতে পারেনি, এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। রোববার (৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে আয়োজিত ‘অভ্যুত্থানের পাঁচ মাস: আকাঙ্ক্ষা ও শঙ্কা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

পরিবর্তনের পরবর্তীতে বর্তমানে যারা ক্ষমতায় আছেন, তারা কী করেছেন—এমন প্রশ্ন রেখে শামসুজ্জামান দুদু বলেন, “এই সরকার এখনো কোনো কিছুই করতে পারেনি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বাজার নিয়ন্ত্রণ—কোন কিছুই করতে পারেনি। কিছু করতে না পারলে তাহলে কেন এসেছেন আপনারা? অনেকেই শিশু সুলভ বক্তব্য দেন, এগুলো প্রত্যাহার করুন। আপনাদের জন্মের অনেক আগেই বিএনপি কয়েকবার ক্ষমতায় এসেছে। আপনি যখন শিশু ছিলেন, তখন বিএনপি আন্দোলনে নেমেছিল। ১৫ বছর পর আপনাদের আন্দোলন শুরু হলো, এবং সবাই অংশগ্রহণ করেছে।”

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, “আপনি সম্মানিত মানুষ, এমন কোনো কাজ করবেন না যা আপনার সম্মান ক্ষুন্ন করতে পারে। আপনার ওপর দেশের মানুষের সন্দেহ সৃষ্টি হয়, আপনার সম্মান নষ্ট হয়। আপনার ওপর এখনো বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর আস্থা আছে, সে আস্থা নষ্ট করবেন না। আপনাকে কেউ না কেউ ব্যবহার ও কলঙ্কিত করতে চাচ্ছে, এই জায়গায় আপনাকে সতর্ক থাকতে হবে।”

দুদু আরও বলেন, “জুলাইয়ের অভ্যুত্থানে আকাঙ্ক্ষা কী ছিল, এটা সবাই জানে। আকাঙ্ক্ষা ছিল, মানুষ ভোট দিতে পারবে, মানুষ স্বাচ্ছন্দ্যভাবে বাজার করতে পারবে, চলাফেরা করতে পারবে, খুন ও গুম হবে না, বাজার নিয়ন্ত্রণ হবে, দুর্নীতি বন্ধ হবে, সীমাহীন ব্যাংক লুট, ঘুষ ও দুর্নীতি বন্ধ হবে। কিন্তু বর্তমানে এসব এখন দুঃখজনক অবস্থায় রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী যারা ছাত্র-জনতার ওপর গুলি চালিয়েছে, তারা এখনো বহাল তবিয়তে আছেন।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews