স্টাফ রিপোর্টার:
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে ৩২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য আটক করেছে। বৃহস্পতিবার বিজিবির অধীনস্থ যশপুর বিওপি’র বিশেষ টহলদল সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, যশপুর বিওপি’র টহলদল সীমান্ত পিলার ২০৮৯/৭-এস এর কাছ থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শালবাগান এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ভারত থেকে পাচারকৃত ১৬,৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটের বাজারমূল্য প্রায় ৩২ লাখ ৮০ হাজার টাকা। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং এই ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।
বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী এই অভিযানে স্থানীয় জনগণের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিজিবি।
Leave a Reply