ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় (রবিবার, ২৯ ডিসেম্বর) সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও সোমবার (৩০ ডিসেম্বর) থেকে দিন এবং রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে শুরু করবে।
রোববার (২৯ ডিসেম্বর) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে যে, সোমবার সকাল ৯টা পর্যন্ত দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এ সময়ে রাতের তাপমাত্রা সামান্য বাড়বে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
৩০ ডিসেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এ সময়ে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
৩১ ডিসেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এ সময়ে তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পেতে পারে।
পাঁচদিনের পূর্বাভাস অনুযায়ী, দিন এবং রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।
Leave a Reply